প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৫:৪০ PM
রোববার রাতে বৃষ্টি হয়েছে মুষলধারে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সোমবারও থেমে থেমে বৃষ্টি হতে পারে। একপর্যায়ে কমে যাওয়ারও সম্ভাবনা আছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান আজ সকালে গণমাধ্যমকে জানান, গতকাল প্রায় সারারাত রাজধানীতে বৃষ্টি হয়েছে। রোববার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ৬২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
বৃষ্টির পরিমাণ যদি ৪৪ থেকে ৮৮ মিলিমিটারের মধ্যে হয়, তবে তাকে ভারি বৃষ্টি বলে। এর চেয়ে বেশি হলে তাকে অতি ভারি বৃষ্টি বলা হয়।
আবহাওয়া অফিস গতকাল সন্ধ্যা ৬টায় পরবর্তী ২৪ ঘণ্টার যে আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে সেই অনুযায়ী, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, গতকাল রাতেই অনেক বৃষ্টি হয়ে গেছে। তাই আজ বৃষ্টি কিছুটা কম হতে পারে। রাজধানীতেও থেমে থেমে বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি কমেও যেতে পারে। উত্তরের জনপদে বৃষ্টি কিছুটা বেশি হতে পারে।