শিরোনাম: |
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মিডটাউন ম্যানহাটনের একটি অফিস ভবনে এক বন্দুকধারীর গুলিতে ৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ছুটিতে থাকা এক নিউ ইয়র্ক সিটি পুলিশ কর্মকর্তা রয়েছেন। সন্দেহভাজন বন্দুকধারী ‘আত্মঘাতী’ হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে পার্ক অ্যাভিনিউতে অবস্থিত ওই অফিস ভবনে গুলির এ ঘটনা ঘটে। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ খবর জানিয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট দুই ব্যক্তি এপিকে জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তির নাম শনাক্ত করা হয়েছে। তার নাম শেন তামুরা। তিনি নেভাদার বাসিন্দা। সূত্রগুলো জানায়, ২৭ বছর বয়সী তামুরা নিজেই নিজেকে গুলি করে হত্যা করেছেন। তামুরার মৃতদেহের সঙ্গে তার পরিচয়পত্র পাওয়া গেছে। সেখানে লাস ভেগাসের একটি কনসিলড ক্যারি পারমিট (আত্মরক্ষার জন্য আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি) ছিল বলে জানা যায়। তদন্ত চলমান থাকায় নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট সূত্র এপিকে এসব তথ্য জানিয়েছেন।
নিউ ইয়র্ক সিটির ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে পার্ক অ্যাভিনিউতে অবস্থিত একটি অফিস ভবনে গুলির খবর পেয়ে জরুরি টিম পাঠানো হয়। ঐ ভবনে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানসহ ন্যাশনাল ফুটবল লীগ-এনএলএফের কার্যালয় রয়েছে। জেসিকা চেন নামের একজন নারী এবিসি নিউজকে বলেন, তিনি দ্বিতীয় তলায় কয়েক ডজন মানুষের সঙ্গে একটি প্রেজেন্টেশন দেখছিলেন, তখন ‘প্রথম তলা থেকে একের পর এক গুলির শব্দ শোনা যায়।’
নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বলেন, একাধিক ব্যক্তি আহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, অফিস ভবনের ভেতরে যারা এখনও অবস্থান করছেন তাদের ভিতরে থাকার আহ্বান জানানো হয়েছে। কারণ পুলিশ সদস্যরা বিভিন্ন তলায় তল্লাশি চালাচ্ছেন। ডেমোক্র্যাট দলীয় এই মেয়র বলেন, তিনি আহতদের পরিবারের সঙ্গে দেখা করতে হাসপাতালে যাচ্ছেন।
স্থানীয় টেলিভিশন ফুটেজে দেখা যায়, অনেকে হাত উপরে তুলে ভবন থেকে বেরিয়ে যাচ্ছেন। ঐ ভবনে ব্ল্যাকস্টোন এবং আয়ারল্যান্ডের কনসুলেট জেনারেলের কার্যালয়ও রয়েছে। ঘটনাস্থলটি মিডটাউনের ব্যস্ত একটি এলাকা, যা গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল থেকে একটু উত্তরে এবং সেন্ট প্যাট্রিকস ক্যাথেড্রাল থেকে মাত্র এক ব্লক পূর্বে অবস্থিত।
নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী এএফপিকে জানান, একটি অফিস ভবনে এ ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘আমি তখন পাশেই ছিলাম। বন্দুকধারী একের পর এক ফ্লোরে ঘুরছিলেন।’ প্রত্যক্ষদর্শীরা এএফপিকে জানান, ঘটনাটি বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন ইনভেস্টমেন্ট কোম্পানির একটি কার্যালয়ে ঘটেছে।
সিএনএন জানিয়েছে, পুলিশ যে সন্দেহভাজনের একটি ছবি প্রকাশ করেছে—যেখানে দেখা যায় তিনি রাইফেল হাতে ভবনের ভেতরে প্রবেশ করছেন। কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রাথমিকভাবে সন্দেহভাজনের অতীত রেকর্ড যাচাই করে তার বিরুদ্ধে কোনো গুরুতর অপরাধমূলক ইতিহাস পাওয়া যায়নি।
এফবিআই জানিয়েছে, তাদের নিউ ইয়র্ক ফিল্ড অফিসের এজেন্টরাও ঘটনাস্থলে সহায়তা দিতে পৌঁছেছেন। নিউ ইয়র্ক সিটির জরুরি ব্যবস্থাপনা সতর্কতা সিস্টেম জানিয়েছে, ওই এলাকায় যানজট, রাস্তা বন্ধ এবং গণপরিবহন ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।