রবিবার ২৭ জুলাই ২০২৫ ১২ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


মাইলস্টোনে অবরুদ্ধ দুই উপদেষ্টা চেষ্টা করেও বের হতে ব্যর্থ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৬:৪৬ PM

মাইলস্টোন কলেজে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ থাকা দুই উপদেষ্টা ও প্রেস সচিব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় বের হওয়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত বের হতে পারেননি। আবারও তারা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ফিরে গেছেন।
 
বুধবার (২২ জুলাই) বিকেল পৌনে ৪টায় এ ঘটনা ঘটে। 

সকাল সাড়ে ১০টায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে আসেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় ছয় দফা দাবিতে তাদের অবরুদ্ধ করেন মাইলস্টোনসহ উত্তরার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

আলোচনার এক পর্যায়ে মাইলস্টোনের শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে যান। বেলা ৩ টা ৪০মিনিটে পুলিশ প্রহরায় দুই উপদেষ্টা মাইলস্টোন কলেজ ক্যাম্পাস থেকে বের হন। কিন্তু ক্যাম্পাসের মূল গেটের বাইরে অবস্থান নিয়ে ছাত্ররা দাবি আদায়ে স্লোগান দিতে থাকলে আবারও উপদেষ্টারা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ফিরে আসেন।

এদিকে দিনের শুরুতেই শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেয় অন্তর্বর্তী সরকার। বেলা দেড়টায় অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে জানায়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণে থাকা বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শিক্ষার্থীদের ছয়টি দাবির প্রত্যেকটিই যৌক্তিক।

শিক্ষার্থীদের ৬টি দাবি হলো-
১) নিহতদের সঠিক সংখ্যা জানাতে হবে।
২) আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে।
৩) সেনাবাহিনী কর্তৃক শিক্ষকদের গায়ে হাত তোলার জন্য ক্ষমা চাইতে হবে।
৪)  নিহতদের বিমান বাহিনীর পক্ষ থেকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।
৫)  ঝুঁকিপূর্ণ  এবং পুরানো  যুদ্ধ ও ট্রেনিং বিমানগুলো বাতিল করে আধুনিক বিমান চালু করতে হবে এবং 
৬) বিমান বাহিনীর ট্রেনিং পদ্ধতি ও কেন্দ্র পরিবর্তন করে  মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালুর দাবিতে শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রাখে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

জাতীয় নির্বাচন সবার জন্য চ্যালেঞ্জের হবে: সিইসি
নির্বাচন আয়োজন ভন্ডুল করার অপচেষ্টাকে রুখে দিতে হবে: প্রধান উপদেষ্টা
চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা
ছাত্রদের কোনো ব্যবস্থা হয়নি, উপদেষ্টাদের সব হয়েছে: নাসীরুদ্দিন পাটওয়ারী
এদেশে খুনিদের জায়গা নেই: প্রেস সচিব
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বার্সেলোনায় বাংলাদেশ এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
চেয়ারম্যান প্রার্থী হাজী আশরাফ উদ্দিনের পক্ষে দুই ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও নির্বাচনী সালাম
মাইলস্টোনে নিহতদের স্মরণে সাভারের গোপাল আখড়ায় প্রার্থনা সভা
গাজীপুরে স্বেচ্ছাসেবক দল নেতাসহ পাঁচ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com