রবিবার ২০ জুলাই ২০২৫ ৫ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


ডিউটি অবস্থায় হাতের চুড়ি খুলে নেওয়া হয়
বিমানবন্দরে কাস্টমের বিরুদ্ধে হয়রানির অভিযোগ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৬:৫১ PM

ডিউটি থেকে আসার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেছেন বিমানের ফ্লাইট পার্সার হোসনে আরা। এ ঘটনায় তিনি আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নেওয়ার কথা উল্লেখ করে বলেন, ‘আমার ব্যবহৃত সোনার চুড়িকে জব্দ দেখিয়ে আমাকে চরম বিপাকে ফেলেছে কাস্টমস কর্মকর্তারা।’ গত ১৩ মে রিয়াদ থেকে ফেরার পর ঢাকায় এমন পরিস্থিতির শিকার হন বলে তিনি জানান। 

জানা গেছে, এ ঘটনায় হোসনে আরাকে গ্রাউন্ডেড করে এখন তদন্ত করা হচ্ছে। বিমান এর আগে তাকে কারণ দর্শানোর নোটিশ জারি করে। জবাবে তিনি যা উল্লেখ করেন, তা সন্তোষজনক না হওয়ায় ফের লিখিত জবাব চাওয়া হয়। আগামী রবিবার তিনি আবার লিখিত জবাব দেবেন বলে জানান।

এ ঘটনায় হোসনে আরা বিমানের লিখিত জবাবে উল্লেখ করেন, ‘সেদিন বিকালে ফ্লাইট থেকে আমি সোজা কাস্টমস হল থেকে বেরিয়ে চলে আসি বাইরে। তারপর আমি অন্যান্য সহকর্মীর জন্য বাইরে অপেক্ষা করছিলাম। তখন একজন কাস্টমস কর্মকর্তা আমার কাছে থাকা সোনার তিনটে পুরনো চুড়ি-যেগুলো আমার ব্যক্তিগত, নিয়ে যায়। আমি সেটার প্রতিবাদ করলে তারা আমাকে একটি জব্দ নোটিশ ধরিয়ে দেয়।’

‘এ ঘটনায় বিমান থেকে আমাকে গ্রাউন্ডেড করে এখন তদন্ত করা হচ্ছে। অথচ আমার বিরুদ্ধে আনীত অভিযোগের সঙ্গে বাস্তব অবস্থার কোনো মিল নেই। কারণ ওই চুড়িগুলো আমি বাসায় ব্যবহার করি। সেদিন বাসায় মেহমান আসায় হাতে পরি। কিন্তু ফ্লাইটে যাবার সময় ভুলে হাতেই ছিল যা সঠিক হয়নি।’

লিখিত জবাবে তিনি আরও লেখেন, ‘আমি ফ্লাইট থেকে ঢাকায় নামার পর কাস্টমস আমার সব কিছু তল্লাশি করে। কিন্তু কিছু না পাওয়ায় বাইরে এসে অপেক্ষা করতে থাকি সহকর্মীদের জন্য। সে সময় কাস্টমস এসে আমার হাত থেকে চুড়িগুলো খুলে নিয়ে যায় এবং জব্দ দেখায়। এটা কাস্টমস করতে পারে না। এজন্যই আমি এখন কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্বে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছি। তবে আমি আশাবাদী, বিমান থেকে সঠিক তদন্ত হলে ন্যায়বিচার পাবো।’

উল্লেখ্য, গত ১৩ মে বিমান বাংলাদেশ এয়াারলাইন্সের রিয়াাদ থেকে আসা বিজি-৩৪০ ফ্লাইটে ঢাকায় আসেন পার্সার হোসনে আরা। কাস্টমস হল থেকে বের হওয়ায় সময় তার কাছে তিনটি সোনার চুড়ি পায় কাস্টমস। তখন তিনি এগুলো ব্যক্তিগত ও ব্যবহারিক বলে দাবি করলেও কোনো কাগজপত্র দেখাতে না পারায় জব্দ করা হয়।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে : জামায়াত আমির
ঘুরতে ভালোবাসেন ফারিণ
ফের মেসি ম্যাজিক, বড় জয় মায়ামির
গাজায় অনাহারে মৃত্যু ৩৫ দিনের শিশুর, নিহত আরও ১১৬
জুলাই গণহত্যার ঘটনায় ৩৯ আসামি ট্রাইব্যুনালে
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে পুরান ঢাকায় বিএনপির বিক্ষোভ
উদযাপিত হলো ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী
ঢাকা বিভাগ প্রবাসী এসোসিয়েশন ফ্রান্সের পরিচিতি সভা
ক্ষমতা নয়, নেতৃত্ব চাই সেবার জন্য: হাজি আশরাফ উদ্দিন
নারায়ণগঞ্জে বিএনপির কেন্দ্রীয় বিক্ষোভ কর্মসূচি সফল করতে সোনারগাঁ থানা বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com