শনিবার ১৯ জুলাই ২০২৫ ৪ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


সরকার ব্যর্থ, অথচ মিছিল চলছে তারেক রহমানের বিরুদ্ধে: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৫:৪০ PM

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আইনশৃঙ্খলার জন্য দায়-দায়িত্ব সরকারের, অথচ তাদের কিছু না বলে মিছিল করা হচ্ছে তারেক রহমানের বিরুদ্ধে, যিনি ১৭-১৮ বছর লন্ডনে রয়েছেন। যিনি নিজেই শেখ হাসিনার নিপীড়িন-নির্যাতনের শিকার। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে তিনি এ অভিযোগ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য এবং স্লোগান দেওয়ার প্রতিবাদে কর্মসূচির আয়োজন করে কৃষকদল।

জাতীয় নির্বাচন নিয়ে ভেতরে ভেতরে গভীর ষড়যন্ত্র চলছে বলেও আশঙ্কা করেন রিজভী। তিনি বলেন, ভোট পেছানো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা উঠেছে কেন? এটা আজ গোটা জাতির প্রশ্ন। তাহলে নিশ্চয় ভেতরে ভেতরে অত্যন্ত গভীরে কোনো ষড়যন্ত্র চলছে; এটা হতে পারে না। আমরা চাই ভোটকেন্দ্র আবারও ভোটারের পদধ্বনিতে মুখরিত হোক। এর জন্যই এত কিছু।

এসময় রিজভী বলেন, আমরা বলেছি সংস্কার চাই। যৌক্তিক সময় নির্বাচন দিন একটা নির্দিষ্ট সময় বলে দিন, বেশি প্রলম্বিত করবেন না। তিনি বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক হলো; বৈঠক থেকে একটা যুক্ত বিবৃতিও আসলো। দেশের মানুষের মধ্যে স্বস্তিও এসেছিল। কিন্তু এই স্বস্তি আমার মনে হয় কেউ কেউ চাচ্ছে না। তারপরই সারাদেশে শুরু হলো সংঘাত ও রক্তাক্ত পরিস্থিতি! এটা কেন? প্রশ্ন তোলেন তিনি।

মিটফোর্ডে এ ঘটনায় সঙ্গে সঙ্গে বিএনপি নিন্দা জানিয়েছে, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে দলের পক্ষ থেকে বিবৃতিসহ নিন্দা জানানো হয়েছে।

তিনি বলেন, নারায়ণগঞ্জের মাফিয়া গডফাদার আর কক্সবাজারে গডফাদারের জন্য শেখ হাসিনা পার্লামেন্টে তাদের পক্ষে কথা বলতেন। কিন্তু বিএনপির নামে কেউ চাঁদাবাজি-অন্যায় করলে সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। আমরা নিজেরাই পুলিশকে বলছি এমন কারোও বিরুদ্ধে মামলা দিতে অথবা নিজেরাও মামলা দিচ্ছে; এটাইতো তারেক রহমান। আর মিটফোর্ডের ঘটনায় কেন তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হচ্ছে? প্রশ্ন তোলেন বিএনপির এই মুখপাত্র।

রিজভী বলেন, বেগম খালেদা জিয়া ছয়-সাত বছর ভয়ংকর নিপীড়নের শিকার হয়েছেন। অন্ধকারাচ্ছন্ন ঘরের মধ্যে যেখানে নিঃশ্বাস নেওয়া যায় না; সেই ঘরের মধ্যে বন্দি করে রাখলো শেখ হাসিনা। গোটা জাতি যার প্রতি সহানুভূতিশীল অথচ তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ কথা বলছেন!

তিনি বলেন, তারেক রহমানকে ছাদের ওপর থেকে ফেলে কোমর ভেঙে দেওয়া হয়েছিল এক এগারোর সময়। নিপীড়িত-নির্যাতনের এক প্রতীক হচ্ছে তারেক রহমান। তার বিরুদ্ধে মিছিল ও ফেসবুকে বিভিন্ন কন্টেন্ট তৈরি করে আজেবাজে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হচ্ছে। তাহলে খুলনায় বিএনপির এক যুবককে গুলি করে তার পায়ের রগ কাটা এবং কক্সবাজারে বিএনপিকর্মী আব্দুর রহিমকে হত্যা করা নিয়ে কথা হচ্ছে না কেন?







আরও খবর


 সর্বশেষ সংবাদ

চলতি মাসেই ‘জুলাই সনদ’ না হলে দায় সরকারের: সালাহউদ্দিন আহমদ
কুলাউড়া সীমান্তে ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
গোপালগঞ্জে তৃতীয় দফায় বাড়ল কারফিউয়ের সময়
বিএনপিকে নিশ্চিহ্ন করার প্রোগ্রাম করবেন না: মির্জা আব্বাস
দেশে প্রথমবারের মতো মুক্তি পেল নেপালি সিনেমা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে পুরান ঢাকায় বিএনপির বিক্ষোভ
ঢাকা বিভাগ প্রবাসী এসোসিয়েশন ফ্রান্সের পরিচিতি সভা
ক্ষমতা নয়, নেতৃত্ব চাই সেবার জন্য: হাজি আশরাফ উদ্দিন
নারায়ণগঞ্জে বিএনপির কেন্দ্রীয় বিক্ষোভ কর্মসূচি সফল করতে সোনারগাঁ থানা বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
গাজীপুরে বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রতিবাদে ওসির প্রত্যাহার চেয়ে মহাসড়ক অবরোধ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com