বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


ঢাকায় বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নতুন ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৪:২০ PM

চার দিনের সফরে ঢাকায় এসছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট। শনিবার (১২ জুলাই) ঢাকায় পৌঁছান তিনি। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর। বিশ্বব্যাংকের ঢাকা অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

এই সফরে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি। 

গত ১ জুলাই থেকে দায়িত্ব নেওয়া ডাচ নাগরিক জুট এর আগেও বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। তিনি ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ, ভুটান ও নেপালের জন্য বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্ব পালন করেন।

এক বিবৃতিতে জুট বলেন, বাংলাদেশের মানুষ এবং এখানে গড়ে ওঠা বন্ধুত্বের স্মৃতি আমার হৃদয়ে অমলিন। আমি সবসময়ই বাংলাদেশিদের দৃঢ়তা ও সৃজনশীলতায় মুগ্ধ হয়েছি। এখানকার মানুষ যেভাবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়ার চেষ্টা করছে, তা সত্যিই প্রশংসনীয়।

তিনি আরও বলেন, দশ বছর আগে বাংলাদেশ ছাড়ার পর থেকে কী ধরনের পরিবর্তন এসেছে, তা সরেজমিনে দেখতে আমি উন্মুখ। বিশ্বব্যাংক সবসময় বাংলাদেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে পাশে আছে, বিশেষ করে প্রতি বছর দুই মিলিয়ন তরুণ কর্মবাজারে প্রবেশ করছে, তাদের জন্য আরও ভালো ও উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহযোগিতা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

বিশ্বব্যাংকে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জোহানেস জুট ১৯৯৯ সালে সংস্থাটিতে যোগ দেন। তিনি সম্প্রতি ব্রাজিলের জন্য কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে ছিলেন। এর আগে তিনি অপারেশনাল পলিসি অ্যান্ড কান্ট্রি সার্ভিস বিভাগের স্ট্র্যাটেজি, রেজাল্টস, রিস্ক অ্যান্ড লার্নিং ডিরেক্টর ছিলেন। পাশাপাশি তিনি তুরস্ক, কেনিয়া, রুয়ান্ডা, সোমালিয়া, ইরিত্রিয়া, সিশেলস ও কোমোরোসে কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

শ্রীলঙ্কায়ার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
হত্যার উদ্দেশ্যে মুজিববাদী সন্ত্রাসীরা জঙ্গি কায়দায় হামলা করেছে: নাহিদ
কালীগঞ্জে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণে কোরআন খতম, আলোচনা ও দোয়া
ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি সংগঠনের উদ্যোগে প্রতিবন্ধী রফিকুলকে অটোরিক্সা প্রদান
২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ‘লংমার্চ টু গোপালগঞ্জ’: ইনকিলাব মঞ্চ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

প্রতিদিন বাংলাদেশ এর নবনির্বাচিত চেয়ারম্যান সিফাতুল্লাহ কে সংবর্ধনা।
নালিতাবাড়ীতে নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষ,আটক ১৮
কালীগঞ্জে নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন
নালিতাবাড়ীতে সিএনজি চালকের মরদেহ উদ্ধার
সখীপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com