প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৫:১৮ পিএম (ভিজিট : ২৮)

বর্তমান সময়ে পেশাদার ক্যামেরা ছাড়াই স্মার্টফোন দিয়েই তোলা যায় দারুণ মানের ছবি। প্রযুক্তির অগ্রগতির ফলে মোবাইল ক্যামেরাগুলো এখন অনেক শক্তিশালী এবং ব্যবহারবান্ধব। তবে ভালো ছবি তোলার জন্য শুধু ভালো ফোন থাকলেই হয় না— জানতে হয় কিছু কৌশলও। চলুন জেনে নেওয়া যাক স্মার্টফোন ফটোগ্রাফি উন্নত করার কিছু কার্যকর টিপস।
লেন্স পরিষ্কার রাখুনসবচেয়ে সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো— ক্যামেরা লেন্স যেন পরিষ্কার থাকে। ধুলো, ঘাম বা আঙুলের দাগ থাকলে ছবির মান নষ্ট হয়ে যায়। নরম কাপড় বা মাইক্রোফাইবার দিয়ে লেন্স মুছে নিন প্রতিবার ছবি তোলার আগে।
প্রাকৃতিক আলো ব্যবহার করুনফ্ল্যাশের পরিবর্তে চেষ্টা করুন প্রাকৃতিক আলো ব্যবহার করতে। সূর্যাস্ত বা সূর্যোদয়ের সময়ের নরম আলোতে ছবি তুললে ত্বক ও ব্যাকগ্রাউন্ড উভয়ই সুন্দর দেখায়।
ফ্রেমিং ও কম্পোজিশন শিখুনছবিকে আকর্ষণীয় করতে “রুল অব থার্ডস” অনুসরণ করুন। বিষয়বস্তুকে ফ্রেমের একেবারে মাঝখানে না রেখে একটু একপাশে রাখলে ছবিতে ভারসাম্য আসে।
ফোকাস ও এক্সপোজার নিয়ন্ত্রণ করুনঅধিকাংশ ফোনেই স্ক্রিনে ট্যাপ করলে ফোকাস ঠিক করা যায়। ফোকাসের পর এক্সপোজার বাড়ানো বা কমিয়ে আলো নিয়ন্ত্রণ করুন— এতে ছবিতে গভীরতা বাড়ে।
ম্যানুয়াল মোড ব্যবহার করুনফোনের “Pro” বা “Manual” মোডে আইএসও, শাটার স্পিড ও হোয়াইট ব্যালান্স ঠিক করে নিজের মতো করে ছবি তুলতে পারেন। এতে ছবির মান অনেক উন্নত হয়।
অপ্রয়োজনীয় জুম এড়ানডিজিটাল জুম করলে ছবির রেজোলিউশন নষ্ট হয়। বরং কাছে গিয়ে ছবি তুলুন, প্রয়োজনে পরে ক্রপ করুন।
এডিটিংয়ে সাবধানতাছবি তোলার পর সামান্য ব্রাইটনেস, কনট্রাস্ট ও স্যাচুরেশন ঠিক করলে ছবি অনেক ভালো লাগে। তবে অতিরিক্ত ফিল্টার ব্যবহার করলে ছবির প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে যায়।
শেষ কথা:ফোন ক্যামেরা আজ শুধু যোগাযোগের নয়, সৃজনশীলতারও হাতিয়ার। একটু সচেতনতা আর অনুশীলনেই আপনি হতে পারেন নিজের জীবনের সেরা মুহূর্তগুলোর নিখুঁত ফটোগ্রাফার।