বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫ ১৬ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


'শেষ ভালোবাসা'য় উপমা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৭:০৬ PM

সম্প্রতি  নির্মিত হল এক খন্ডের নাটক 'শেষ ভালোবাসা'। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারজানা মেহমুদ  উপমা। মেজবাহ শিকদারের পরিচালনায় নির্মিত নাটকটি ঢাকা শহরের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়ন করা হয়। নাটকের গল্পে উপমা একটি উচ্চবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করে। বাবা-মা তাকে সময় না দেওয়ার কারণে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে এক সময় নেশার জগতে প্রবেশ করে উপমা  এবং নেশার কারণে তার বয়ফ্রেন্ডের সাথে দূরত্ব তৈরি হয়। অপরদিকে পড়ালেখায় অনিয়ম  এবং পরিবারের সাথেও তার সঙ্গে  দূরত্ব দিনে দিনে বেড়েই চলে। ফলশ্রুতিতে তাদের সঙ্গে সম্পর্কের চরম অবনতি ঘটে। একটা পর্যায়ে  বাসা ছেড়ে বন্ধুর বাসায় গিয়ে ওঠে। কিন্তু নেশার টাকা যোগানোর জন্য বন্ধুরা তাকে অনৈতিক কাজে বাধ্য করে। নেশায় এতোটাই মগ্ন ছিল নেশার টাকা যোগাতে উপমা সব ধরনের অনৈতিক কাজে লিপ্ত হয়ে পড়ে। বয়ফ্রেন্ডের সাথেও ব্রেকআপ হয়ে যায় তার। এভাবেই নেশার রাজ্যে হারিয়ে যাওয়া উপমার জীবন অন্ধকারে হারিয়ে যায়। তারপর চূড়ান্ত পরিনতির দিকে এগিয়ে যায় গল্প।

উপমার বয়ফ্রেন্ডের চরিত্রে অভিনয় করেন অভিনেতা এরফান অনিক। গল্পের কেন্দ্রীয়  চরিত্রে অভিনয় করা উপমা বলেন, নাটকের গল্প  আমার কাছে  অসম্ভব ভালো লেগেছে। একটি নেশাগ্রস্ত মেয়ের চরিত্রে অভিনয় করাটা অনেক চ্যালেঞ্জিং মনে হয়েছে। তবে খুবই ভালো লেগেছে। নেশা কিভাবে মানুষের স্বাভাবিক জীবনকে- পরিবারকে  ধ্বংস করে দেয় তা এই নাটকের গল্পে তুলে ধরা হয়েছে। নেশা যে কতোটা বিধ্বংসী তার পরিস্কার মেসেজ রয়েছে 'শেষ ভালোবাসা ' নাটকে।আশা করি নাটকটি সবার ভালো লাগবে। এই নাটকটি আমার করা সেরা নাটকের তালিকায় থাকবে বলে আমার বিশ্বাস। প্রসঙ্গত, এ যাবৎ অর্ধশতাধিক  নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন উপমা।আমি তোমাকেই ভালবাসি, মেট্রোপলিটন বিভ্রম, অ্যাডালথুড, নিয়তির খেলা, সুপার গার্ল ওয়েব সিরিজসহ অসংখ্য নাটকে কাজ করেছেন তিনি।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

কোনও দাবি থেকে সরে আসিনি, সব আদায় করে ছাড়বো: নাহিদ
এআই ও কোয়ান্টাম কম্পিউটিংয়ে নতুন দিগন্ত
নারীকে কামনার বস্তু হিসেবে তুলে ধরা হয়েছে: জয়া আহসান
জুলাইয়ে নিহত-আহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে: ফারুক-ই-আজম
সালথায় অবৈধ উপায়ে নিয়োগ প্রমানীত হওয়ায় বেতন বন্ধ শিক্ষিকার
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

মব সৃষ্টি করে ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট
আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো কোরিয়া মুসলিম কমিউনিটির বাৎসরিক শিক্ষা সফর ২০২৫
দুবাইতে বাংলাদেশ প্রবাস ক্লাবের উদ্যোগে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
ত্রিশালে এসইডিপির সনদ ও পুরস্কার বিতরণ
ঝিনাইগাতী সদর বাজারে দেদারছে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছের চারা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com