বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


‘নির্বাচনে জয়ী কে হবে, তা ঠিক করা আমাদের কাজ নয়’: জ্বালানি উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৫:২০ PM

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদার পরিণতির উদাহরণ টেনে বর্তমানদের সতর্ক করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির।

শনিবার (৫ জুলাই) দুপুরে জামালপুর জেলা প্রশাসনের কার্যালয়ের হলরুমে সরকারি কর্মকর্তা ও অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যারা এবারের নির্বাচনের দায়িত্বে থাকবেন, তারা যেন নুরুল হুদার পরিণতির কথা মনে রাখেন। ২০১৮ সালে রাতে ভোটের মাধ্যমে যারা মনে করেছিল পার পেয়ে গেছে-অতিরিক্ত সচিব হয়ে গেছে, নানা রকম সুবিধা নিয়েছে-তাদের অনেকেই এখন আর ক্ষমতায় নেই। সেইসব ডিসি ও কর্মকর্তাদের পরিণতি সবাই দেখেছে। আমরা কেউই শক্তিধর নই। আমাদের আসল শক্তি জনগণের কাছে।  

ফাওজুল কবির আরও বলেন, নির্বাচনে কে জয়ী হবে আর কে হবেন না-এটা নির্ধারণ করা সরকারি কর্মকর্তাদের কাজ নয়। কারো পক্ষ হয়ে এখন থেকেই কাজ করা সম্পূর্ণ ভুল ধারণা। এবারের নির্বাচন ভিন্ন-একেবারেই ভিন্ন নির্বাচন। অনেকেই জানে না আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নেবে কি না, সেটা নির্ধারণ করবে নির্বাচন কমিশন। প্রধান উপদেষ্টা তা বলেছেন। তবে আমরা জানি, সেই দলের একটি জনসমর্থন আছে। কিন্তু তারা কোথায় ভোট দেবে, তা আমরা কেউই জানি না। সবচেয়ে বড় অনিশ্চয়তা হলো-১৮ থেকে ২৫ বছর বয়সী নতুন ভোটাররা কাকে ভোট দেবে, সেটাও আমরা কেউ জানি না।  

সামনে রয়েছে অগ্নিপরীক্ষা উল্লেখ করে উপদেষ্টা বলেন, দয়া করে মনে রাখবেন-কে জয়ী হবে আর কে হবে না, তা নির্ধারণ করা নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তাদের কাজ নয়। যেই জয়ী হোক, আমাদের কাজ করতে হবে তার সঙ্গেই।  

জেলা প্রশাসক হাসিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ জেলার সব দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

দুই দিনের সফর শেষে বিকেলে ট্রেনযোগে রাজধানীর উদ্দেশে রওনা হন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

শ্রীলঙ্কায়ার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
হত্যার উদ্দেশ্যে মুজিববাদী সন্ত্রাসীরা জঙ্গি কায়দায় হামলা করেছে: নাহিদ
কালীগঞ্জে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণে কোরআন খতম, আলোচনা ও দোয়া
ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি সংগঠনের উদ্যোগে প্রতিবন্ধী রফিকুলকে অটোরিক্সা প্রদান
২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ‘লংমার্চ টু গোপালগঞ্জ’: ইনকিলাব মঞ্চ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

প্রতিদিন বাংলাদেশ এর নবনির্বাচিত চেয়ারম্যান সিফাতুল্লাহ কে সংবর্ধনা।
নালিতাবাড়ীতে নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষ,আটক ১৮
কালীগঞ্জে নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন
নালিতাবাড়ীতে সিএনজি চালকের মরদেহ উদ্ধার
সখীপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com