প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৭:০১ পিএম (ভিজিট : ১২২)
আতিথেয়তা খাতের অন্যতম পথপ্রদর্শক ও হোটেল আগ্রাবাদের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মরহুম সাবদার আলী-এর ৫৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও বিভিন্ন কর্মসূচি আয়োজন করতে যাচ্ছে হোটেল আগ্রাবাদ কর্তৃপক্ষ।
আগামী ৫ জুলাই মরহুমের আত্মার মাগফিরাত কামনায় কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে হোটেল আগ্রাবাদে। অনুষ্ঠানে পরিবারের সদস্য, আলেম-ওলামা ও ঘনিষ্ঠজনদের পাশাপাশি হোটেল আগ্রাবাদের ব্যবস্থাপনা পরিচালক এইচ. এম. হাকিম আলী-সহ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
হোটেল আগ্রাবাদের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুম সাবদার আলীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে। তাঁর রেখে যাওয়া আদর্শ ও নেতৃত্বে আতিথেয়তা শিল্পে যে ভিত্তি তৈরি হয়েছে, তা বর্তমান ব্যবস্থাপনায়ও অনুসরণ করা হচ্ছে।
৬ জুলাই মরহুমের কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হবে। এরপর হোটেলের কর্ণফুলি হলে সকল কর্মকর্তা ও কর্মচারীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন থাকবে। অনুষ্ঠানের শেষ অংশে মরহুম সাবদার আলীর জীবন, কর্ম এবং আতিথেয়তা খাতে তাঁর অবদানের ওপর আলোকপাত করা হবে।