বুধবার ৩০ জুলাই ২০২৫ ১৫ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


জাহিদুল ইসলাম রনি জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটি সদস্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৬:৪৯ PM আপডেট: ০৩.০৭.২০২৫ ৬:৫৪ PM

জাতীয় প্রেস ক্লাব-এর ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে কো-অপ্ট করা হয়েছে স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনিকে। আজ বৃহস্পতিবার (০৩ জুলাই ২০২৫) জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে ব্যবস্থাপনা কমিটির সভায় সর্বসম্মতভাবে গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৪ অনুযায়ী ক্লাবের প্রয়োজনে জাহিদুল ইসলাম রনিকে সংযোজন বা কো-অপ্ট করা হয় বলে সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান। 

জাহিদুল ইসলাম রনি বর্তমানে দৈনিক সংবাদ প্রতিদিনের বিশেষ প্রতিবেদক হিসেবে যুক্ত রয়েছেন। এছাড়াও তিনি ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

কো-অপ্ট প্রসঙ্গে জাহিদুল ইসলাম রনি বলেন, জাতীয় প্রেস ক্লাবের প্রয়োজনে বর্তমান ব্যবস্থাপনা কমিটি আমাকে সংযুক্ত করায় কমিটির সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ওপর অর্পিত দায়িত্ব পালনে ক্লাবের প্রতিটি অগ্রজ, সহকর্মী, সতীর্থ, বন্ধু, স্নেহাস্পদ সদস্যবৃন্দের একান্ত সহযোগিতা কামনা করছি।

প্রসঙ্গত, জাহিদুল ইসলাম রনি ‘লালগোলাপ’ খ্যাত বিশ্ববরেণ্য লেখক ও সাংবাদিক শফিক রেহমান সম্পাদিত যায়যায়দিন পত্রিকায় সাংবাদিকতার মধ্য দিয়ে নিজের কর্মজীবন শুরু করেন। 

এরপর তিনি ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ-ইউএনবি (বাংলা সার্ভিস), দৈনিক দিনকাল, দৈনিক ভোরের ডাক, রেডিও আমার (৮৮.৪ এমএম), দৈনিক সংবাদ প্রতিদিন, বাংলাদেশ ডিফেন্স জার্নাল এবং অনলাইন নিউজ পোর্টাল ‘বিডিপ্রেস ডটনেট’-সহ বিভিন্ন গণমাধ্যমে প্রায় দুই দশক ধরে বার্তা ও রিপোর্টিং বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

ভারতের কলকাতা থেকে প্রচারিত বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এস-নিউজ’-এর বর্তমানে তিনি বাংলাদেশ প্রতিনিধি। এছাড়া জাপান থেকে প্রকাশিত দৈনিক আসাহি শিম্বুনে (ঢাকা ব্যুরোতে) অতিথি প্রতিবেদক হিসেবে বেশকিছুদিন দায়িত্ব পালন করেছেন তিনি।

জাহিদুল ইসলাম রনি বর্তমানে জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও পলিটিক্যাল রিপোর্টার্স ফোরাম-পিআরএফের ভাইস-প্রেসিডেন্ট এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র নির্বাহী কমিটির নির্বাচিত সদস্য হিসেবে দু’বার দায়িত্ব পালন করেছেন।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

প্রবাসীদের ভোটাধিকারের জন্য ইসিকে পদক্ষেপ নিতে বলল এনসিপি
এবার ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে মাল্টা
এমন অবস্থা তৈরি করবেন না যাতে ফ্যাসিস্ট হাসিনা ফেরার সুযোগ পায়: মির্জা ফখরুল
অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে: ড. দেবপ্রিয় ভট্টাচার্য
সরকার পরিচালনা করতে চাইলে নাগরিকদের কথা শুনতে হবে: তারেক রহমান
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো কোরিয়া মুসলিম কমিউনিটির বাৎসরিক শিক্ষা সফর ২০২৫
মব সৃষ্টি করে ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট
দুবাইতে বাংলাদেশ প্রবাস ক্লাবের উদ্যোগে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
ত্রিশালে এসইডিপির সনদ ও পুরস্কার বিতরণ
ঝিনাইগাতী সদর বাজারে দেদারছে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছের চারা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com