বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫ ১৬ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


দিয়ামনি ই-কমিউনিকেশন এর নতুন অফিস উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৭:২৬ PM

রাজধানীর বেইলি রোডে জমকালো আয়োজনে উদ্বোধন করা হলো সামাজিক সংগঠন 'দিয়ামনি ই-কমিউনিকেশন' এর কেন্দ্রীয় অফিস। শুক্রবার (২৭ মে) বিকালে অনুষ্ঠিত এ উদ্বোধনী আয়োজনে সংগঠনের চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ফিতা কেটে অফিস উদ্বোধন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবক, উদ্যোক্তা, গণমাধ্যমকর্মী এবং সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোকসজ্জায় সজ্জিত নতুন অফিস উদ্বোধনের পর কেক কাটার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সংগঠনের চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব।

তিনি বলেন,দিয়ামনি ই-কমিউনিকেশন প্রতিষ্ঠার পেছনে রয়েছে আমার কন্যা মরহুমা দিয়ার স্মৃতি। আমি চাই, এ সংগঠনের প্রতিটি ভালো কাজের মাধ্যমে যেন আমার কন্যাকে অনুভব করতে পারি। আমরা এ সংগঠনের মাধ্যমে সমাজের উন্নয়ন, মানবকল্যাণ ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ড চালিয়ে যাবো।

তিনি আরও বলেন,আমাদের লক্ষ্য সমাজের সকল স্তরের মানুষের মধ্যে সম্প্রীতি, উন্নয়ন ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। এজন্য প্রয়োজন আপনাদের দিকনির্দেশনা, পরামর্শ ও সার্বিক সহযোগিতা। আমি প্রত্যাশা করি, সবাই আমাদের কল্যাণমূলক কাজে পাশে থাকবেন।অনুষ্ঠানে আরও উপস্হিত ছিলেন শাহিনুর ইসলাম (সাবা),শ্যামা খন্দকার, দেওয়ান ইফফাত আরা  শশি,ফারহানা আদর,জোবেদা ইসলাম রুমা, ইতি আয়সা,নুপুর আলম, জান্নাতুন নূর, সিরাজুল ইসলাম,হিরা সরকার প্রমুখ।

উল্লেখ্য,দিয়ামনি ই-কমিউনিকেশন একটি উদ্যমী সামাজিক সংগঠন, যা সমাজসেবা, মানবিক সহায়তা, সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের সম্পৃক্ত করে ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

কোনও দাবি থেকে সরে আসিনি, সব আদায় করে ছাড়বো: নাহিদ
এআই ও কোয়ান্টাম কম্পিউটিংয়ে নতুন দিগন্ত
নারীকে কামনার বস্তু হিসেবে তুলে ধরা হয়েছে: জয়া আহসান
জুলাইয়ে নিহত-আহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে: ফারুক-ই-আজম
সালথায় অবৈধ উপায়ে নিয়োগ প্রমানীত হওয়ায় বেতন বন্ধ শিক্ষিকার
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো কোরিয়া মুসলিম কমিউনিটির বাৎসরিক শিক্ষা সফর ২০২৫
মব সৃষ্টি করে ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট
দুবাইতে বাংলাদেশ প্রবাস ক্লাবের উদ্যোগে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
ত্রিশালে এসইডিপির সনদ ও পুরস্কার বিতরণ
ঝিনাইগাতী সদর বাজারে দেদারছে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছের চারা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com