প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৮:৪১ পিএম (ভিজিট : ১১৪)
কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর এলাকায় বসতবাড়ীর মালিকানার দ্বন্দ্বের জেরে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত হয়েছে।
নিহত শওকত ওসমান (২৩) কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আদর্শগ্রামের মৃত হামিদ হোছনের ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রী।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০ টায় রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আদর্শগ্রাম সংলগ্ন রেললাইনের পাশে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন রামু থানার ওসি তৈয়বুর রহমান।
স্থানীয়রা জানান, নিহত শওকত ওসমান কক্সবাজার শহরে টাইলসের মিস্ত্রী হিসেবে কাজ করতেন। ভাইদের সঙ্গে আলাদা হয়ে মা'কে নিয়ে তিনি বসবাস করতেন। তার অপর দুই ভাই সাইফুল ও কাউসার গ্রামে সম্প্রতি নতুন বাড়ী তৈরী করে বসবাস শুরু করেন। নতুন বাড়ীর মালিকানা ও ভোগদখল নিয়ে দুই ভাইয়ের সঙ্গে শওকত ওসমানের বিরোধ ছিল। এ নিয়ে শওকতের সঙ্গে তার ভাইদের মধ্যে ইতিপূর্বে কয়েকবার তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।বৃহস্পতিবার সকালে শওকত স্থানীয় স্টেশনের জনৈক শামসুরের দোকানে চা পান করতে যান। সেখানে নিহতের ভাই সাইফুল ও কাউসার অতর্কিত তার উপর হামলা চালায়। পরে তাকে টেনে হিঁচড়ে স্থানীয় রেললাইনের পাশে নিয়ে যায়।এরপর দুই ভাই মিলে শওকত ওসমানকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাহত করার পাশাপাশি হাতুড়ি দিয়ে আঘাত করে। পরে তাকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়।
রামু থানার ওসি তৈয়বুর রহমান বলেন, নতুনভাবে নির্মিত বাড়ীর মালিকানা ও ভোগদখল নিয়ে ভাইদের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ তথ্য পেয়েছে। ঘটনার পর খবর পেয়ে স্বজনরা আহত অবস্থায় শওকত ওসমানকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।এরপর নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।