| শিরোনাম: |
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রিক্সা ভ্যান মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন নিয়ে শুরু হয়েছে পক্ষে বিপক্ষে চরম উত্তেজনা। গত সাবেক কমিটির সর্বশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচনের মাধ্যমে পরবর্তী কমিটি গঠিত হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।সেখানে নির্বাচন প্রত্যাশী সভাপতি সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকটি পদের জন্য মনোনয়ন ফরম ফি বাবদ ১৫০০০ টাকা নির্ধারণ করা হয়।এবং সমাজসেবা অফিসের কর্মকর্তা সহ বেশ কয়েকজন এই নির্বাচনকালীন একটি এডহক কমিটি গঠন করেন। গতকাল সকালে উপজেলা চত্বরে আনোয়ার, মোয়াজ্জেম,মানিক এর অনুসারীরা নির্বাচন বাতিল চেয়ে পূর্বেকার হিসাব প্রদান সাপেক্ষে একটি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন আনোয়ার হোসেন,মানিক হোসেন,মোয়াজ্জেম হোসেন,রন্জু মিয়া প্রমুখ।