প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:২৮ PM
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন বিএনপির উদ্যোগে জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার গাজীপুর জেলা বিএনপির নতুন আংশিক আহবায়ক কমিটি ঘোষণার পর নেতা কর্মীদের মাঝে ব্যাপক আনন্দ উল্লাস দেখা যায়। মৌচাক ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট কামরুজ্জামান কামরুল এর অফিস থেকে একটি র্যালী বের হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে। 
তারই ধারাবাহিকতায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মৌচাক ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট কামরুজ্জামান কামরুল এর সৌজন্যে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তিন সদস্য বিশিষ্ট গাজীপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিতে গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনকে আহবায়ক করা হয়েছে ও ১ নং যুগ্ন আহবায়ক হিসাবে শাহ রিয়াজুল হান্নান ও ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকীকে দায়িত্ব দেয়া হয়েছে। নতুন নেতৃত্ব ঘোষণা পর থেকে বিএনপি তৃণমূল থেকে শুরু করে জেলা পর্যায়ে ও উপজেলা, ইউনিয়ন বিএনপির নেতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যায়। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহনাজ আক্তার, মৌচাক ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এম এ করিম, মৌচাক ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রিপন মাহমুদ, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু বক্কর, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসান, মৌচাক ইউনিয়ন বিএনপি'র যুগ্ন সম্পাদক ওসমান গনি, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রিফাত জুবায়ের খান প্রমুখ।