রবিবার ৩১ আগস্ট ২০২৫ ১৬ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


অপরাধ
‘হাসিনার ওপর রাগ লাগে না’ প্রশ্নে যা বললেন খালেদা জিয়া
প্রকাশ: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ৫:২২ পিএম   (ভিজিট : ১৩০)
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য আগামীকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) লন্ডনে যাওয়ার কথা রয়েছে। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও তার চিকিৎসার খোঁজ-খবর নেওয়ার কথা স্মরণ করে একটি স্ট্যাটাস দিয়েছেন।
 
আসিফ নজরুলের স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো- 
তিনি লিখেছেন, ‘চিকিৎসার জন্য নভেম্বরে খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সম্ভাবনা ছিল। সেরকম একটা সময়ে আমি ওনার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে যাই। একান্তে কথা হয় কিছুক্ষণ ওনার বাসভবনে। বেগম জিয়া গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের প্রশংসা করেন এবং অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করেন। জানান, সবসময় তিনি খবর রাখেন দেশের।’

সেদিনের স্মৃতিচারণ করে পোস্টে উপদেষ্টা আসিফ নজরুল আরও লিখেছেন, ‘আমি ওনার স্বাস্থ্যের কথা, হাসিনা শাসনামলের দুঃসহ সময়ের কথা জানতে চাই। লক্ষ্য করি তিনি একবারও শেখ হাসিনার নাম নিচ্ছেন না। অবশেষে সরাসরি জানতে চাই: এতো সাফার করলেন আপনি, শেখ হাসিনার ওপর রাগ লাগে না আপনার? তিনি একটু নীরব থাকেন। তারপর বলেন, রাগ করে কী করবো বলেন! আল্লাহর কাছে বলি।’

আসিফ নজরুল আরও লিখেন, ‘আমি অবাকই হই। পনেরটা বছর শেখ হাসিনা কী জঘন্য ও অশ্লীল মিথ্যাচার আর নির্মম নির্যাতন করেছেন খালেদা জিয়ার প্রতি (এবং একইসঙ্গে ওনার দলের হাজার হাজার নেতা-কর্মীকে)! অথচ একটা খারাপ শব্দও তিনি উচ্চারণ করলেন না শেখ হাসিনাকে নিয়ে।’

পোস্টের শেষ অংশে আইন উপদেষ্টা লিখেছেন, ‘আগামীকাল (মঙ্গলবার) খালেদা জিয়া চিকিৎসার জন্য যাচ্ছেন লন্ডনে। আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসেন দেশে। আবার যেন ভূমিকা রাখতে পারেন বাংলাদেশের গণতন্ত্র আর অগ্রগতি বিনির্মাণে।’







আরও খবর


 সর্বশেষ সংবাদ

নির্বাচনের পথে বিএনপিকে রুখতে ষড়যন্ত্র শুরু হয়েছে: তারেক রহমান
দিল্লির বয়ান শোনানোদের লালকার্ড দেখাবেন শিক্ষার্থীরা: সাদিক কায়েম
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যমুনায় বিএনপির প্রতিনিধিদল
২৪ ঘন্টায় ডেঙ্গু রোগী ভর্তির রেকর্ড, মৃত্যু ৪
আ.লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ চায় জামায়াতে ইসলামী: ডা. মো. তাহের
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

নাটোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছেঁড়ায় ক্ষোভ
১৫০০-২০০০ ব্যক্তি ভোলাগঞ্জের সাদা পাথর লুট করে: হাইকোর্টে প্রতিবেদন
লালনের পাগল নিয়ে আলোচনায় তামান্না হক
সালথায় বটগাছ প্রতীকের গণসংযোগ ও লিফলেট বিতরণ
বহুমাত্রিক মেধাবী তরুণের নাম ফারদিন
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com