বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫ ১৬ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


‘বড় ছেলে’ নাটকের ৭ বছরপূর্তি, যা বললেন মেহজাবীন
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ২:৫৮ PM

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারে ইতোমধ্যে উপহার দিয়েছেন অসংখ্য হিট নাটক। শুধু তাই নয়, ওয়েব ফিল্মেও নিজের অভিনয় গুণে কেড়েছেন দর্শকদের নজর। নতুন খবর হলো, ৭ বছর আগে মুক্তি পাওয়া টেলিছবি ‘বড় ছেলে’ নিয়ে এখনও আপ্লুত এ অভিনেত্রী।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে তিনি ফেসবুকে লিখেছেন, ‘বড় ছেলে’র সাত বছর হয়ে গেল। আমি এখনও একই পরিমাণ ভালোবাসা পেয়ে যাচ্ছি। এই নাটকটি আমার ক্যারিয়ারের গ্রাফ বদলে দিয়েছে। আমাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
মেহজাবীন আরও লিখেছেন, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। সারা জীবনের এই সুন্দর উপহারের জন্য মিজানুর রহমান আরিয়ান ভাইয়ার কাছে চিরকৃতজ্ঞ।
ভক্ত-অনুরাগীরা মেহজাবীনের এই পোস্টে নানা ধরনের মন্তব্য করেছেন।
হানিফ উদ্দিন সরদার নামে একজন লিখেছেন, আমি এই নাটকটা দেখছিলাম, দেখতে দেখতে কখন জানি কান্না করে দিয়েছি।
মোহাম্মদ সাব্বির হোসেন লিখেছেন, আমার জীবনে নাটক দেখা শুরু হয়েছে ‘বড় ছেলে’ নাটকটা দেখে। রতন লিখেছেন, এই নাটকটা খুবই ভালো লাগে আমার কাছে। জাবেদ হোসেন নামে আরেকজন লিখেছেন, আসলে এই নাটকটা যত দেখি ততই দেখতে মন চায়।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর ‘বড় ছেলে’ টেলিছবিটি প্রকাশ পায়। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত এ টেলিছবিতে অপূর্ব-মেহজাবীন ছাড়াও খালেকুজ্জামান, শেলী আহসান, গোলাম রাব্বানী মিন্টু, বাশার বাপ্পী , শান্তা রহমানসহ আরও অনেকে অভিনয় করেন। সেই সময় প্রকাশের অল্প দিনের মধ্যেই দর্শক ভিউতে ইউটিউবে নতুন রেকর্ড তৈরি করেছিল ‘বড় ছেলে’। এরপর অপূর্ব ও মেহজাবীন জুটি বেঁধে ‘ব্যাচ নম্বর ২৭ পার্ট টু’, ‘ছায়াছবি’, যদি তুমি বলো’, ‘অবশেষে অন্য কিছু’, ‘প্রাণ প্রিয়’সহ অনেক কাজ করেছেন। কিন্তু পরের কোনো কাজই ‘বড় ছেলে’র জায়গা নিতে পারেনি দর্শকের কাছে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

কোনও দাবি থেকে সরে আসিনি, সব আদায় করে ছাড়বো: নাহিদ
এআই ও কোয়ান্টাম কম্পিউটিংয়ে নতুন দিগন্ত
নারীকে কামনার বস্তু হিসেবে তুলে ধরা হয়েছে: জয়া আহসান
জুলাইয়ে নিহত-আহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে: ফারুক-ই-আজম
সালথায় অবৈধ উপায়ে নিয়োগ প্রমানীত হওয়ায় বেতন বন্ধ শিক্ষিকার
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

মব সৃষ্টি করে ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট
আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো কোরিয়া মুসলিম কমিউনিটির বাৎসরিক শিক্ষা সফর ২০২৫
দুবাইতে বাংলাদেশ প্রবাস ক্লাবের উদ্যোগে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
ত্রিশালে এসইডিপির সনদ ও পুরস্কার বিতরণ
ঝিনাইগাতী সদর বাজারে দেদারছে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছের চারা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com