প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৬:৫৯ পিএম (ভিজিট : ৫৪)
মেহেরপুর-২ (গাংনী) আসনের মনোনয়ন পুণর্বিবেচনার দাবিতে ২৩ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেছে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কর্মী সমর্থকরা।
আজ শনিবার (২২ নভেম্বর) বিকালে গাংনী উপজেলা ও পৌর বিএনপির একাংশের যৌথ আয়োজনে মানববন্ধনটি মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাঁড়াডোব থেকে শুরু হয়ে জেলার শেষ সীমানা খলিশাকুন্ডি পর্যন্ত বিস্তৃত হয়। মানববন্ধনে হাজার হাজার নারী পুরুষ অংশ নেন ভিবিন্ন শ্লোগান সংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে। মানবন্ধনকারীরা গাংনীর মনোনয়ন পরিবর্তন চাই।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, সাধারন সম্পাদক আব্দুল আওয়াল। পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান। মানববন্ধনে মনোনয়ন পরিবর্তনের দাবীতে বিভিন্ন শ্লোগান দেন অংশগ্রহণকারীরা।