প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৫:১৫ পিএম (ভিজিট : ১৬)
বলিউড অভিনেতা বিবেক ওবেরয়ের ‘মাস্তি ৪’ সিনেমাটি শুক্রবার (২১ নভেম্বর) মুক্তি পেয়েছে। এ সিনেমার প্রচার নিয়ে এখন তিনি ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এক ভয়াবহ অভিজ্ঞতার কথা বলেন অভিনেতা।
সেই সময় আমেরিকায় ‘কুরবান’ সিনেমার শুটিং করছিলেন তিনি। তখনই পাকিস্তান থেকে হুমকিবার্তা আসে তার কাছে। সঙ্গে সঙ্গে তিনি হোটেল কর্তৃপক্ষকে জানান। তারা স্থানীয় পুলিশের কাছে অভিযোগ জানাতে বলেন। পুলিশ তদন্ত শুরু করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে।
পুলিশের প্রশ্নের মুখে সেদিন বিবেক বলেছিলেন, আমি কিছুই জানি না। আমি এখানে এসেছি। আর ওরা ফোন করে বলছে— 'আমরা জানি, তুমি এখানে আছ। তোমায় খতম করে দেব। উড়িয়ে দেব তোমাকে।'
যে নম্বর থেকে হুমকিবার্তা এসেছিল, পুলিশ তদন্তে জানতে পারে সেই নম্বরটি পাকিস্তানের। বিবেক বলেন, পুলিশ জানায়— এটি পাকিস্তানের ফোন নম্বর। নম্বরটি নাকি নিষিদ্ধ। তখন আমি সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম।
বিবেক দাবি করে আরও বলেন, তারকাদের খ্যাতি ক্ষণস্থায়ী। কেউ যতই জনপ্রিয় হোন, একটা সময় পর কেউ মনে রাখবেন না। এমনকি ২০৫০ সালে মানুষ শাহরুখ খানকেও মনে রাখবেন না।
উল্লেখ্য, ২০০৯ সালে মুক্তি পেয়েছিল ‘কুরবান’ সিনেমাটি। সেই সিনেমায় মূল চরিত্রে ছিলেন পতৌদি পরিবারের নবাব সাইফ আলি খান ও অভিনেত্রী কারিনা কাপুর খান। বিবেকও ছিলেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। সেই সিনেমাতেও ছিল সন্ত্রাসবাদের প্রসঙ্গ। সমালোচক মহলে প্রশংসা পেলেও 'কুরবান' সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল।