শনিবার ২২ নভেম্বর ২০২৫ ৮ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম:


খেলাধুলা
টি-টোয়েন্টি
বিশ্বকাপে সাবেক দুই চ্যাম্পিয়নের গ্রুপে পড়তে পারে বাংলাদেশ
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১১:২৪ এএম   (ভিজিট : ২৮)
২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে। ২০২৪ আসর থেকে সংক্ষিপ্ত ফরম্যাটের সর্বোচ্চ এই প্রতিযোগিতা ২০ দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে। আইসিসির এই মেগা টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে আগামী ২৫ নভেম্বর, ভারতের মুম্বাইতে। ফলে কে কোন গ্রুপে পড়ছে তা জানতে দিন দুয়েকের অপেক্ষা। তবে সম্ভাব্য গ্রুপিং প্রকাশ করেছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

২০ দেশের অংশগ্রহণে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫টি করে দল নিয়ে ৪টি গ্রুপ করা হবে। যেখানে ফরম্যাটটির র‌্যাঙ্কিংয়ে ৯ নম্বরে থাকা বাংলাদেশের গ্রুপে পড়তে পারে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড (র‌্যাঙ্কিংয়ে ৩) ও ওয়েস্ট ইন্ডিজ (র‌্যাঙ্কিংয়ে ৬)। এ ছাড়া গ্রুপে সহজ প্রতিপক্ষ হিসেবে লিটন দাসের দল মোকাবিলা করতে পারে নেপাল (১৭) ও ইতালির (২৮)।

ক্রিকবাজের তথ্যমতে– বিশ্বকাপের অন্যতম আয়োজক ও টি-টোয়েন্টির নম্বর ওয়ান ভারত তুলনামূলক সহজ প্রতিপক্ষই পাচ্ছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান (৭) ছাড়াও থাকতে পারে নেদারল্যান্ডস (১৩), নামিবিয়া (১৫) ও যুক্তরাষ্ট্র (১৮)। অর্থাৎ, ভারত-পাকিস্তান ছাড়া আর কোনো টেস্ট খেলুড়ে দেশ থাকছে না সেই গ্রুপে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে। তবে আরেক আয়োজক শ্রীলঙ্কাকে (৮) কঠিন প্রতিপক্ষের সম্মুখীন হতে হবে। তাদের গ্রুপে পড়তে পারে অস্ট্রেলিয়া (২), জিম্বাবুয়ে (১১), আয়ারল্যান্ড (১২) ও ওমান (২০)।

কঠিন লড়াই মোকাবিলা করতে হতে পারে ২০২৪ বিশ্বকাপের রানারআপ দক্ষিণ আফ্রিকাকে (৫)। যেখানে সুপার এইটে উঠতে তাদের নিউজিল্যান্ড (৪) ও আফগানিস্তানের (১০) সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে হতে পারে। এ ছাড়া তাদের গ্রুপে বাকি দুই দল সংযুক্ত আরব আমিরাত (১৬) ও কানাডা (১৮)। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর চলবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল উঠবে সুপার এইটে।

ডিফেন্ডি চ্যাম্পিয়ন ভারত বিশ্বকাপ শুরু করতে পারে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ক্রমান্বয়ে নামিবিয়া, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে। পাকিস্তান যেহেতু ভারতে খেলতে যাবে না, দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের ম্যাচ হবে শ্রীলঙ্কার কলম্বোতে। পাকিস্তান সেমিফাইনালে না উঠলে ম্যাচ দুটি হবে মুম্বাই ও কলকাতায়। পাকিস্তান সেমিফাইনাল-ফাইনাল দুই ম্যাচের যোগ্যতা অর্জন করলে দুটি ম্যাচই হবে কলম্বোতে। অন্যথায় ফাইনাল গড়াবে বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

আগের এক প্রতিবেদনে ক্রিকবাজ জানিয়েছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো হবে ভারতের মুম্বাই, কলকাতা, চেন্নাই, দিল্লি, আহমেদাবাদ এবং শ্রীলঙ্কার কলম্বো ও ক্যান্ডিতে। পাকিস্তান তাদের সব ম্যাচই খেলবে লঙ্কান ভূমিতে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

এই পাঁচ সিনেমায় দেখানো হয়েছে ভূমিকম্পের ভয়াবহতা
নরসিংদীতে ভূমিকম্প, বাবা-ছেলেসহ নিহত ৫
বিশ্বকাপে সাবেক দুই চ্যাম্পিয়নের গ্রুপে পড়তে পারে বাংলাদেশ
পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের তীব্রতা
ইউক্রেনে যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২৮ পয়েন্টের পরিকল্পনা ফাঁস
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

গরীবের চিকিৎসক খ্যাত ডাক্তার তোতা আর নেই
ঝিনাইগাতী গারো পাহাড়ের জঙ্গলে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার
ফরিদপুরের সালথায় মরহুম কেএম ওবায়দুর রহমান ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
মেজর সিনহা হত্যা: ওসি প্রদীপ–লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল, হাইকোর্টের রায় প্রকাশ
দমন-নিপীড়নের রাজনীতি চলবে না, সহনশীলতা চাই : রেজাউল করিম
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com