সোমবার ২৭ অক্টোবর ২০২৫ ১১ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


জাতীয়
জাতীয় হাওর মাস্টারপ্ল্যান চূড়ান্ত: রিজওয়ানা হাসান
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৬:৩৭ পিএম   (ভিজিট : ৫৫)

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘সরকার ইতোমধ্যে হাওর ও জলাভূমি অধ্যাদেশের খসড়া প্রস্তুত করেছে। হাকালুকি ও টাঙ্গুয়ার হাওরকে অন্তর্ভুক্ত করে পানি আইনের আওতায় সুরক্ষা আদেশ প্রণয়ন করা হয়েছে।’

তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হাওরবাসীর জন্য একটি নৌ হাসপাতাল মডেল বিবেচনা করছে সরকার। তা এমন একটি মডেল হবে, যা বন্যা ও শুষ্ক উভয় মৌসুমেই চালু রাখা সম্ভব হবে।’

এ উদ্যোগটি জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় বাস্তবায়নের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় বিবেচনা করতে পারে বলেও জানান উপদেষ্টা।

আজ সোমবার রাজধানীর পানি ভবনে ‘ইউকে-বাংলাদেশ কোলাবোরেশন অন ইকোলজি-বেসড অ্যাডাপটেশন অ্যান্ড হাইড্রো-মেট সার্ভিসেস’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় হাওর মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হয়েছে জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘সরকার ইতোমধ্যে হাওর ও জলাভূমি অধ্যাদেশের খসড়া প্রস্তুত করেছে। হাকালুকি ও টাঙ্গুয়ার হাওরকে অন্তর্ভুক্ত করে পানি আইনের আওতায় সুরক্ষা আদেশ প্রণয়ন করা হয়েছে।

গেজেট প্রকাশের পর এসব এলাকা জলবায়ু ও কৃষিবান্ধব ইকোসিস্টেম (বাস্তুতন্ত্র) হিসেবে ব্যবস্থাপিত হবে।’
খাদ্য নিরাপত্তা নিশ্চিতে হাওরের উন্নয়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা।

বন্যা মোকাবেলায় পূর্বাভাস ও আগাম সতর্কতা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে  রিজওয়ানা হাসান জানান, একটি প্রকল্পের আওতায় চলতি বছরের সেপ্টেম্বর থেকে বন্যা পূর্বাভাস ও আগাম সতর্কতা ব্যবস্থা উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছরের মার্চের মধ্যে সিলেট, সুনামগঞ্জ, কুমিল্লা ও ফেনীতে এ ব্যবস্থা আরো উন্নত হবে।
 
যুক্তরাজ্যের আবহাওয়া অফিস, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো), বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও রিজিওনাল ইন্টিগ্রিটেড মাল্টি-হেজার্ড আর্লি ওর্য়ানিং সিস্টেমের (রাইমস) যৌথ উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে বলে জানান পরিবেশ উপদেষ্টা। তিনি বলেন, 'আগামী ছয় মাসে এই সহযোগিতা আমাদের বিশ্লেষণী সক্ষমতা বাড়াবে, যাতে বৃষ্টিপাত ও জলবিদ্যুৎ তথ্য আরও কার্যকরভাবে ব্যবহার করা যায়।'

অনুষ্ঠানে যুক্তরাজ্য সরকারের অর্থায়নে পরিচালিত ‘নবপল্লব’প্রকল্পের সুন্দরবন প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় (ইসিএ) অর্জিত সাফল্য তুলে ধরা হয় এবং এর সম্প্রসারণ হিসেবে হাকালুকি হাওরে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন কেয়ার বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর (প্রোগ্রাম)এমেবেট মেনা, ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ও ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্ট রিসার্চের উপদেষ্টা ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাতসহ সরকার, উন্নয়ন সহযোগী, একাডেমিয়া ও নাগরিক সমাজের ১৫০ জনেরও বেশি প্রতিনিধি।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

৪০ তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে নিউইয়র্কে
ওয়ালটন ক্যাবলসের নতুন বিজ্ঞাপনে সিয়াম আহমেদ
সালমান শাহ হত্যা মামলায় সামিরা ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বাংলাদেশকে করাচি বন্দর ব্যবহার করার সুযোগ দেবে পাকিস্তান
পরপর দুই উইকেট নিলেন তাসকিন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

তরুণ সমাজ রক্ষায় খেলাধুলার কোনো বিকল্প নেই: সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সোনারগাঁয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ
মিছিলে ডামি রাইফেল প্রদর্শনের অভিযোগে তুরাগে এক জন গ্রেপ্তার
মুশফিকের শততম টেস্টকে ঘিরে বিশেষ আয়োজনের পরিকল্পনা বিসিবির
এই অর্জন পুরো বাংলাদেশের: প্যারিসে সংবর্ধনায় রাষ্ট্রদূত তালহা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com