সোমবার ১৩ অক্টোবর ২০২৫ ২৮ আশ্বিন ১৪৩২
 
শিরোনাম:


অর্থনীতি
বিসিসিসিআইয়ের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ, সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৬:১৪ পিএম   (ভিজিট : ৯৭)

বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) ২০২৫-২০২৭ মেয়াদের জন্য নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। মোহাম্মদ খোরশেদ আলম সভাপতি এবং জামিলুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে নতুন এই কমিটির নেতৃত্ব দেবেন।

গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার গুলশানে বিসিসিসিআই কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেম্বারের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোসাম্মাৎ নারগিস মুরশিদা।

তিনি নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ খোরশেদ আলমের হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব তুলে দেন।

দায়িত্ব হস্তান্তরকালে নারগিস মুরশিদা বলেন, ‘কঠিন সময়ে মোহাম্মদ খোরশেদ আলম চেম্বারের পাশে ছিলেন। তারই ফলস্বরূপ তিনিসহ পুরো কার্যনির্বাহী কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, যা চেম্বারের সদস্যদের আস্থার প্রতিফলন।’

এর আগে গত ৮ অক্টোবর বিসিসিসিআই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. সাইদ আলী ২০২৫-২০২৭ মেয়াদের জন্য ২৪ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির ফলাফল ঘোষণা করেন।

কোনো প্রতিদ্বন্দ্বী প্যানেল বা প্রার্থী না থাকায় কমিটির সব সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
 
দায়িত্ব গ্রহণ করে নবনির্বাচিত কমিটি সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে চেম্বারের লক্ষ্য পূরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।

নবনির্বাচিত কমিটির অন্যরা হলেন— সিনিয়র সহসভাপতি, হান জিংচাও, এ জেড এম আজিজুর রহমান এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি এম কামরুল ইসলাম, সহসভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান খান, চাও চংচং, খন্দকার আতিকুর রহমান এবং মোহাম্মদ মাসুদ আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক নাসিমা জাহান বিজলী, অর্থ পরিচালক ফারহান আহমেদ খান।

অন্য পরিচালকদের মধ্যে রয়েছেন— তালুকদার মো. জাকারিয়া হোসেন, মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, মো. জিন্নাতুল ইসলাম, মো. আমানুর রহমান, মো. আবদুল্লাহ জাবের, মো. সেলিমুজ্জামান মোল্লা, সান পিন, এ টি এম অলতাফ হোসেন লোটাস, মো. কামরুজ্জামান, মো. রাকিবুল হক, মোহাম্মদ আলাউদ্দিন আল-আজাদ, আসিফ হক রূপো ও এস এম মুস্তাফা জলাল।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

পাকিস্তানের সঙ্গে লড়াই ‘আপাতত স্থগিত’ ঘোষণা: আফগান পররাষ্ট্রমন্ত্রী
ইতালি পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
আদেশ অমান্য করে জেন-জি বিক্ষোভে যোগ দিয়েছে মাদাগাস্কারের সেনা সদস্যরা
উপদেষ্টারা আখের গুছিয়েছেন, কিন্তু শিক্ষকদের জন্য টাকা নেই: সামান্তা শারমিন
সালথায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কালীগঞ্জে নাবালিকাকে বিয়ে করায় বরের কারাদণ্ড
হারের হতাশা নিয়ে হংকংয়ের উদ্দেশ্যে রওনা বাংলাদেশের ফুটবল দল
সওজের খানাখন্দে মাছ ছেড়ে সড়কের খারাপ অবস্থার প্রতিবাদ হাসনাতের
শিক্ষাবিদ ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই
সালথায় মসজিদের চাবি না দেওয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০: বাড়িঘর ভাঙচুর
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com