প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৫:৩০ পিএম (ভিজিট : ৬১)

২০২৫ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হাঙ্গেরীয় লেখক লাসলো ক্রাসনাহোরকাই। তার মনোমুগ্ধকর এবং দূরদর্শী রচনার জন্য তাকে এই পুরস্কার প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রয়্যাল সুইডিশ একাডেমি এ পুরস্কার ঘোষণা দেয়।
সুইডিশ অ্যাকাডেমি বলেছে, আকর্ষণীয় এবং দুরদর্শী রচনার জন্য তাকে এ বছর সাহিতে নোবেল দেওয়া হয়েছে। সংস্থাটি বলেছে, তার লেখনি বৈশ্বিক ভয়াবহতার মধ্যে শিল্পের শক্তিকে পুনরায় নিশ্চিত করেছে।
লাসলো ক্রাসনাহোরকাই ১৯৫৪ সালে হাঙ্গেরির দক্ষিণ-পূর্বাঞ্চলের ছোট শহর গিউলায় জন্মগ্রহণ করেন। এই ধরনের একটি প্রত্যন্ত গ্রামীণ এলাকাকেই কেন্দ্র করে লেখা তার প্রথম উপন্যাস ‘সাতানতাঙ্গো’, যা ১৯৮৫ সালে প্রকাশিত হয় (ইংরেজি অনুবাদ ২০১২)। উপন্যাসটি হাঙ্গেরিতে প্রকাশের পরই সাহিত্যজগতে আলোড়ন তোলে এবং লেখকের জীবনে এটি ছিল এক বিরাট সাফল্য।
তার আরেক বিখ্যাত উপন্যাস ‘হাবোরু এশ হাবোরু’ (১৯৯৯; ইংরেজি অনুবাদ War & War, ২০০৬)-এ লেখক হাঙ্গেরির সীমান্ত ছাড়িয়ে দৃষ্টি বিস্তার করেছেন। এখানে এক সাধারণ আর্কাইভ কর্মচারী করিন, জীবনের শেষ অধ্যায়ে সিদ্ধান্ত নেয় বুদাপেস্টের প্রান্ত থেকে নিউ ইয়র্কে যাওয়ার, যেন এক মুহূর্তের জন্য হলেও সে “বিশ্বের কেন্দ্রবিন্দুতে” দাঁড়াতে পারে। আর্কাইভে সে খুঁজে পেয়েছে এক অতিপ্রাচীন ও অপূর্ব মহাকাব্য, যেটিকে সে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চায়।