সোমবার ১৩ অক্টোবর ২০২৫ ২৮ আশ্বিন ১৪৩২
 
শিরোনাম:


আইন-আদালত
জুলাই গণহত্যাকারীদের কাউকে ইনডেমনিটি দেওয়া হবে না: চিফ প্রসিকিউটর
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৪:৪৮ পিএম   (ভিজিট : ৬৫)

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জুলাই গণহত্যাকারীদের প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে। কেউ পার পেয়ে যাবেন, কাউকে ইনডেমনিটি (দায়মুক্তি) দেওয়া হবে, কেউ পালিয়ে থেকে বাঁচার চেষ্টা করবেন— এ ধরনের দুরাশা করে লাভ নেই।

সোমবার (৬ অক্টোবর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ন্যায়বিচার সবসময় আপন গতিতে চলবে। আইন নিরপেক্ষভাবে কাজ করবে। কেউ অপরাধ করে পার পেয়ে যাবেন, এটা বিশ্বাস করার কোনো সুযোগ এ বাংলাদেশে থাকবে না।

চিফ প্রসিকিউটর বলেন, এতদিন যারা বিভিন্নভাবে শঙ্কা প্রকাশ করেছিলেন যে বিচার কেন দেরি হচ্ছে বা আদৌ হচ্ছে কিনা; এসব তাদের জন্য জবাব। তদন্ত চলাকালীন যে সময়টুকু দরকার ছিল তা পার হয়েছে। এসব প্রতিবেদন হাতে আসার পর একটার পর একটা ফরমাল চার্জ দাখিল হচ্ছে। বিচারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

তিনি আরও বলেন, বেশ কয়েকটি মামলা চূড়ান্ত পর্বে রয়েছে। সুতরাং জাতির যে প্রত্যাশা ছিল যে, এই নিকৃষ্টতম হত্যাকারীদের, মানবতাবিরোধী অপরাধ সংঘটনকারীদের বিচার এই বাংলাদেশে যেন হয়, সেটা হওয়ার ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সঠিক রাস্তায় আছে। আশা করছি মানুষের প্রত্যাশিত সময়ের মধ্যেই তাদের এ বিচারকাজ সম্পন্ন করা সম্ভব হবে।

মাহবুবউল আলম হানিফ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হানিফকে গ্রেপ্তারের জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হয়েছে। তবে পাওয়া যায়নি। ফরমাল চার্জ দাখিল হওয়ার পর আবারও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। যতক্ষণ পর্যন্ত তাদের গ্রেপ্তার করা সম্ভব না হবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের পেছনে লেগে থাকবে বা চেষ্টা করবে। নয়তো আইনের বিধান অনুযায়ী এই বিচারকার্য চলবে।

গুমের মামলা নিয়ে তাজুল ইসলাম বলেন, এটা গতকালই বলে দিয়েছি। খুব সহসাই বা এ সপ্তাহের মধ্যে এটার বেশ কিছু ঘটনার কথা বলেছি, অনেকগুলো ঘটনা ঘটবে আপনারা দেখবেন। তবে আজ এ ব্যাপারে কোনো কিছু বলতে চাচ্ছি না।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

পাকিস্তানের সঙ্গে লড়াই ‘আপাতত স্থগিত’ ঘোষণা: আফগান পররাষ্ট্রমন্ত্রী
ইতালি পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
আদেশ অমান্য করে জেন-জি বিক্ষোভে যোগ দিয়েছে মাদাগাস্কারের সেনা সদস্যরা
উপদেষ্টারা আখের গুছিয়েছেন, কিন্তু শিক্ষকদের জন্য টাকা নেই: সামান্তা শারমিন
সালথায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কালীগঞ্জে নাবালিকাকে বিয়ে করায় বরের কারাদণ্ড
হারের হতাশা নিয়ে হংকংয়ের উদ্দেশ্যে রওনা বাংলাদেশের ফুটবল দল
সওজের খানাখন্দে মাছ ছেড়ে সড়কের খারাপ অবস্থার প্রতিবাদ হাসনাতের
শিক্ষাবিদ ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই
সালথায় মসজিদের চাবি না দেওয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০: বাড়িঘর ভাঙচুর
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com