
একক কনসার্ট করতে দেশের শীর্ষ রকতারকা জেমস এবার যাচ্ছেন মেহেরপুরে। ‘রঙে রঙিন হবে রাত, সুরে ভেসে যাবে মেহেরপুর’– এই স্লোগান নিয়ে আয়োজিত ‘গুরু জেমস লাইভ ইন মেহেরপুর’ শিরোনামে কনসার্টে অংশ নেবেন নগরবাউলখ্যাত এই শিল্পী। এ আয়োজন করছে স্থানীয় সূর্য ক্লাবের সদস্যরা। তারা জানান, আগামী ১০ অক্টোবর মেহেরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কনসার্টটি।
সূর্য ক্লাব, মেহেরপুরের গ্র্যান্ড ওপেনিং সেরিমনি উপলক্ষে এদিন মঞ্চে উঠবেন নগরবাউল জেমস। সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে কনসার্ট পর্ব। চলবে রাত পর্যন্ত। এই খবর প্রকাশের পর থেকে উন্মাদনা সৃষ্টি হয়েছে মেহেরপুরের সংগীতপ্রেমীদের মাঝে। কনসার্টের ঘোষণার দিন থেকে প্রহর গোনা শুরু করেছেন অনেকে।
আয়োজকরা আরও জানান, ‘গুরু জেমস লাইভ ইন মেহেরপুর’ নিয়ে এরই মধ্যে জেমস ও নগরবাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিনের সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি ও অন্যান্য বিষয়ে সবকিছু ঠিক থাকলে নির্দিষ্ট তারিখেই কনসার্ট অনুষ্ঠিত হবে। মেহেরপুরবাসীর জন্য সংগীতময় এই সন্ধ্যা ও রজনী দর্শক-শ্রোতাদের কাছে স্মরণীয় করে রাখতে সব রকম চেষ্টা করা হচ্ছে। সে হিসেবে আশা করা যায়, ১০ অক্টোরব সন্ধ্যা হতে যাচ্ছে তাদের শহরের এক ঐতিহাসিক মুহূর্ত। যে দিনটিতে প্রিয় শিল্পীর সঙ্গে দেখা হবে মেহেরপুরবাসীদের, গান হবে প্রাণ খুলে।
জেমস ও নগর বাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, কনসার্ট হতে এখন ১২-১৩ দিন বাকি। তার আগেই মেহেরপুরবাসীর মাঝে যে উন্মাদনা দেখা যাচ্ছে, তা সত্যি অবাক করার মতো। এ থেকে আশা করা যায়, তাদের আয়োজনটি বর্ণাঢ্য হয়ে উঠবে।
জেমস কখনও তাঁর কোনো আয়োজন নিয়ে বেশি কিছু বলেন না। পারফরম্যান্সের মধ্য দিয়ে বলা যায় তাঁর অব্যক্ত কথাগুলো। ‘গুরু জেমস লাইভ ইন মেহেরপুর’ কনসার্ট নিয়েও তাঁর ভাষ্য, ১০ অক্টোবর মেহেরপুরে গানপ্রেমীদের সঙ্গে দেখা, গান হবে। এদিন ভক্তদের শোনাবেন তাদের প্রিয় কিছু গান।
এ বছর জেমস ও তাঁর ব্যান্ড নগরবাউল সদস্যদের ব্যস্ত সময় কেটেছে বিভিন্ন দেশে আয়োজিত একাধিক কনসার্টে অংশ নেওয়ার মধ্য দিয়ে। গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের দ্য গ্রেটার ফিলাডেলফিয়া এক্সপো সেন্টারে পারফর্ম করেন তিনি। ‘নগরবাউল জেমস: লাইভ ইন ফিলি’ শিরোনামের ওই কনসার্টের ঘোষণা দেওয়া হয়েছিল, টিকিট বিক্রির একটি অংশ দেওয়া হবে বাংলাদেশে মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কল্যাণে। ফিলাডেলফিয়া ছাড়াও যুক্তরাষ্ট্রের ডালাসে আয়োজিত আরেকটি কনসার্টে পারফর্ম করেছিলেন জেমস। যুক্তরাষ্ট্র সফরের আগে এই রকতারকা অংশ নিয়েছিলেন সৌদি সরকারের আমন্ত্রণে দাম্মাম আর জেদ্দায় আয়োজিত কনসার্টে।
এ ছাড়াও গত দুই বছরে বেশ কয়েকটি দেশ সফর করেছেন দেশের তুমুল জনপ্রিয় এই শিল্পী। তবে দেশের বেশ কিছু বড় আয়োজনে গাইতে দেখা গেছে তাঁকে। এ বছরের মাঝামাঝি বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় ফুটবল চ্যাম্পিয়নশিপ [বিবিএফসি] উপলক্ষে টাঙ্গাইলের শহিদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত কনসার্টে অংশ নেন নগর বাউল জেমস। এ আয়োজনটি দর্শক-শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলেছিল। একইভাবে তিনি দর্শক হৃদয়ে কড়া নেড়েছেন চট্টগ্রামে অনুষ্ঠিত ‘ফুল উৎসব’-এর গালা নাইটে পারফর্ম করে।
ফেব্রুয়ারি মাসে জেলা প্রশাসন চট্টগ্রাম স্থানীয় এম এ আজিজ স্টেডিয়ামে এই ‘ফুল উৎসব’ ও কনসার্টের আয়োজন করে। এর বাইরে আরও বেশ কিছু আয়োজনে অংশ নিয়েছেন জেমস। তবে এ বছর নতুন কোনো গান প্রকাশ করতে দেখা যায়নি তাঁকে।
নন্দিত এই শিল্পী জানিয়েছেন, কনসার্টের বাইরে বেশ কিছু গানের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটছে তাঁর। সেগুলোর কাজ শেষ হলেই একে একে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে তাঁর। তবে গান প্রকাশ নিয়ে এখনও নিশ্চিত করে কোনো দিন-তারিখ উল্লেখ করা সম্ভব নয়।