রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫ ৬ আশ্বিন ১৪৩২
 
শিরোনাম:


জাতীয়
‘তরুণ প্রজন্মকে প্রযুক্তিজ্ঞান দিয়ে দক্ষ মানবসম্পদে গড়ে তোলাই সরকারের লক্ষ্য’: ফয়েজ আহমদ তৈয়্যব
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৭ পিএম   (ভিজিট : ১৩)

বক্তব্য রাখছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তথ্যপ্রযুক্তি জ্ঞান অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি বলেন, ‘আইসিটি স্কাউট জাম্বুরি কেবল স্কাউট আন্দোলনকে শক্তিশালী করছে না, বরং স্মার্ট বাংলাদেশের বাস্তবায়নে তরুণদের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করছে।’

শনিবার (২০ সেপ্টেম্বর) গাজীপুরের মৌচাক জাতীয় স্কাউট ট্রেনিং সেন্টারে আয়োজিত তৃতীয় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরি ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আইসিটি বিভাগ শিগগিরই সারা দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং তথ্যপ্রযুক্তি-ভিত্তিক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের আয়োজন করবে। এর মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক, প্রযুক্তি-সক্ষম এবং মানবিক মূল্যবোধসম্পন্ন তরুণ সমাজ গড়ে তোলা সম্ভব হবে।’

তরুণদের উদ্দেশে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘জ্ঞান, উদ্ভাবন, নেতৃত্ব ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে স্কাউটরা ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশের অন্যতম অগ্রদূত হয়ে উঠবে।’ স্কাউট আন্দোলনের সঙ্গে তথ্যপ্রযুক্তির সমন্বয়কে তিনি একটি ‘অনন্য উদ্যোগ’ বলে অভিহিত করেন, যা তরুণদেরকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলবে।

১৯ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরির এবারের প্রতিপাদ্য ছিল— ‘প্রযুক্তি হোক সেবার সহায়ক’ (Let Technology Serve Humanity)।

জাম্বুরিতে অংশগ্রহণকারী স্কাউটদের জন্য ছিল প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ, কর্মশালা, উদ্ভাবনী প্রদর্শনীসহ নানা কার্যক্রম। এতে তরুণ স্কাউটদের প্রযুক্তি ব্যবহারে পারদর্শিতা বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মিউজিয়াম বাস ঘুরে দেখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাম্বুরির ক্যাম্প চিফ মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, এডহক কমিটির সদস্য আবু সালেহ মো. মহিউদ্দিন খান, গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) সোহেল রানা, স্কাউট আন্দোলনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশিক্ষক, আইসিটি খাতের বিশেষজ্ঞ এবং দেশের বিভিন্ন জেলা থেকে আগত শতাধিক স্কাউট ও স্বেচ্ছাসেবক।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

শানাকার ঝড়ো ইনিংসে বাংলাদেশকে ১৬৯ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা
জুলাই স্মৃতি জাদুঘরে ফুটে উঠবে শেখ হাসিনার ১৬ বছরের দুঃশাসনের চিত্র
শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ দল
সিলোনিয়া, মুহুরী ও ফেনী নদীর পানি বাড়তে পারে
আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে আমরা ধানের শীষের পতাকা উঁচিয়ে ধরবো : এ্যানি
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

আসন্ন নির্বাচনে হাসিনাসহ শেখ পরিবারের সদস্যরা ভোট দিতে পারবেন না
‘সাইয়ারা’ সাফল্যের পর প্রতিবাদী নারী চরিত্রে ফিরছেন অনীত পাড্ডা
রাজাকারের নাতিপুতি বলে শিক্ষার্থীদের ট্যাগ দেওয়া ছিল অমর্যাদাকর
রুবেল-রবিন দুই ভাইয়ের সিন্ডিকেট এখনো সক্রিয় এনসিটিবিতে
হানিয়ার সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ হাতের মুঠোয়!
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com