মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১ আশ্বিন ১৪৩২
 
শিরোনাম:
শুল্ক ইস্যুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের স্বার্থ কাছাকাছি: প্রধান উপদেষ্টা      জাতীয়করণের দাবিতে যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ       উত্তাল ভাঙ্গা: থানা-উপজেলা পরিষদে হামলা-ভাঙচুর, অফিসার্স ক্লাবে অগ্নিসংযোগ      হালান্ডের জোড়া গোলে ডার্বি জিতল ম্যানচেস্টার সিটি      নতুন বেতন কাঠামো ছয় মাসের আগেই চূড়ান্ত হবে: জাতীয় বেতন কমিশন চেয়ারম্যান      রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ভারতের আসাম      দুই দেশের বাণিজ্য ঘাটতি কমানো গেলে যুক্তরাষ্ট্র শুল্ক আরও কমাবে: বাণিজ্য উপদেষ্টা      


শিক্ষা
আওয়ামী আমলের নিয়োগ নৈরাজ্যে আর্থিক সংকটে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
প্রকাশ: রোববার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৫৯ পিএম   (ভিজিট : ২২২)

বিধি বহির্ভূত ও খেয়ালখুশিমতো শিক্ষক-কর্মচারী নিয়োগের কারণে দীর্ঘ ১৭ বছর ধরে আর্থিক সংকটে রয়েছে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এ সংকটের ফলে প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়মিত পরিশোধ করা সম্ভব হচ্ছে না।

রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরিয়ম বেগম এ তথ্য জানান। তিনি বলেন, রাজনৈতিক প্রভাব ও অশিক্ষকসুলভ কর্মকাণ্ডের কারণে শিক্ষার্থীর সংখ্যা ক্রমশ কমতে থাকে। বর্তমানে শিক্ষার্থী সংখ্যা নেমে এসেছে মাত্র ২১৪৩ জনে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে শিক্ষক-কর্মচারীদের বেতন বাবদ মাসিক খরচ দাঁড়িয়েছে প্রায় ২৬ লাখ ৫২ হাজার টাকা। অন্যান্য খরচ মিলিয়ে মাসিক ব্যয় দাঁড়ায় প্রায় ৩০ লাখ টাকা, অথচ শিক্ষার্থীদের কাছ থেকে ফি আদায় হয় মাত্র ১৬ লাখ টাকা। ফলে প্রতিবছর কয়েক মাস করে বেতন বকেয়া থেকে যাচ্ছে। বর্তমানে প্রায় ১৩ মাসের বেতন বকেয়া আছে।

এছাড়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের সময় প্রতিষ্ঠানটির তিনটি ভবনের মধ্যে একটি সম্পূর্ণ এবং দুটি আংশিক ভেঙে ফেলা হয়। এর ক্ষতিপূরণ হিসেবে প্রায় ৫ কোটি ৯০ লাখ টাকা পাওয়া গেলেও তা দিয়ে আংশিক বকেয়া বেতন, ভবন সংস্কার ও অন্যান্য খাতে ব্যয় করা হয়েছে।

অধ্যক্ষ মরিয়ম বেগম অভিযোগ করেন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান হাওলাদার ও তার অনুসারীরা নানা অপতৎপরতার মাধ্যমে প্রতিষ্ঠানের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তিনি আরও জানান, মনিরুজ্জামানকে সহকারী প্রধান শিক্ষক পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হলেও তার প্রপাগান্ডা ও অপপ্রচার বন্ধ হয়নি।

তিনি দাবি করেন, প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বরং রাজনৈতিক প্রভাব ও বিধি বহির্ভূত নিয়োগ নীতি অনুসরণের কারণে এ প্রতিষ্ঠানটি আজ আর্থিক সংকটে পড়েছে।

সংবাদ সম্মেলনে গভর্নিং বডির সভাপতি রমিজ উদ্দিন আহমেদসহ প্রতিষ্ঠানের বেশ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

বাংলাদেশি স্টুডেন্টস ফোরাম, ফ্রান্স-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা
আমার পছন্দ দেশি ছেলে: সেমন্তী সৌমি
ওমানকে ১৭৩ রানের লক্ষ্য দিলো আরব আমিরাত
আসন্ন নির্বাচনে পুলিশকে নিরপেক্ষতার সর্বোচ্চ ডিগ্রি প্রদর্শনের আহ্বান ডিএমপি কমিশনারের
নির্বাচন বানচালের চেষ্টাকারীরা আপনার কাছাকাছি রয়েছে: প্রধান উপদেষ্টাকে ফারুক
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বাকি দুই কেন্দ্রের গণনা, সন্ধ্যায় চূড়ান্ত ফলাফল ঘোষণা
এবার ভৌতিক ছবি ‘আন্ধার’-এ আফসানা মিমি
অবশেষে শেষ হলো জাকসুর ভোট গণনা, সন্ধ্যায় ফল ঘোষণা
পুলিশের সাবেক ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম গ্রেফতার
দিশা পাটানির বাড়িতে গুলি, দায় স্বীকার গ্যাংস্টার গোল্ডি ব্রারের
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com