মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১ আশ্বিন ১৪৩২
 
শিরোনাম:
শুল্ক ইস্যুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের স্বার্থ কাছাকাছি: প্রধান উপদেষ্টা      জাতীয়করণের দাবিতে যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ       উত্তাল ভাঙ্গা: থানা-উপজেলা পরিষদে হামলা-ভাঙচুর, অফিসার্স ক্লাবে অগ্নিসংযোগ      হালান্ডের জোড়া গোলে ডার্বি জিতল ম্যানচেস্টার সিটি      নতুন বেতন কাঠামো ছয় মাসের আগেই চূড়ান্ত হবে: জাতীয় বেতন কমিশন চেয়ারম্যান      রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ভারতের আসাম      দুই দেশের বাণিজ্য ঘাটতি কমানো গেলে যুক্তরাষ্ট্র শুল্ক আরও কমাবে: বাণিজ্য উপদেষ্টা      


শিক্ষা
‘আমরা সবার প্রতিনিধি হয়ে কাজ করতে চাই’: জিএস ফরহাদ
প্রকাশ: রোববার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪৯ পিএম   (ভিজিট : ২২৬)
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় সংলগ্ন লাউঞ্জে কার্যনির্বাহী পরিষদের প্রথম সভার মধ্য দিয়ে তারা দায়িত্ব গ্রহণ করেছেন।

ডাকসুর প্রথম সভা শেষে সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ বলেন, ‘আমরা সবার প্রতিনিধি হয়ে কাজ করতে চাই। শিক্ষার্থীদের কথাগুলো বলতে চাই। সে জায়গাগুলোতে আমরা একমত হয়েছি। কি কি কাজ হতে পারে, টোটাল পরিকল্পনা সংক্ষিপ্ত সময়ের মধ্যে করে বাস্তবায়নে নেমে পড়তে চাই।’‌

এস এম ফরহাদ আরও বলেন, ‘নির্বাচিত প্রতিনিধিদের পক্ষ থেকে সিনেটে পাঁচ প্রতিনিধি পাঠানো নিয়ে আলোচনা হয়েছে। সভার সিদ্ধান্ত গেজেট আকারে প্রকাশ করা হবে। ২০১৯ সালে ডাকসু ছিল, এরপর নিয়মিত হয়নি। ডাকসুর ট্রেজারার কে হবেন, সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়ে সেটাও প্রকাশ করব। শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে গিয়ে কি কি বিষয় মাথায় রাখব, তেমন মূলনীতি নিয়ে আলোচনা হয়েছে।’

সভার শুরুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ডাকসুর সভাপতি আমাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন উল্লেখ করে জিএস বলেন, ‘আমাদের পক্ষ থেকেও তাকে শুভেচ্ছা জানিয়েছি।

সর্বশেষ ডাকসুর ভিপি, কোষাধ্যক্ষ ও সভাপতি বক্তব্য দিয়েছেন। এই ছিল প্রথম কার্যনির্বাহী সভার সামগ্রিক বিবরণ।’

গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে শীর্ষ তিন পদসহ ২৮টির ২৩টি পদেই বিজয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা।

এ প্যানেলের বাইরে বাকি পাঁচটি পদের মধ্যে চারটিতে স্বতন্ত্র প্রার্থী ও একটিতে বামপন্থী প্যানেল প্রতিরোধ পর্ষদের প্রার্থী জয়ী হয়েছেন। নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

এতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি (ভিপি) মো. আবু সাদিক (সাদিক কায়েম), সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খানসহ নির্বাচিত অন্যরা।

সভা শেষে সাদিক কায়েম বলেন, ‘এর মাধ্যমে আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। আমাদেরকে শিক্ষার্থীরা প্রশ্ন করবেন। আমরা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করব। এ নির্বাচনে কেউ হারেনি। আমরা সবাই মিলেই কাজ করব।’







আরও খবর


 সর্বশেষ সংবাদ

বাংলাদেশি স্টুডেন্টস ফোরাম, ফ্রান্স-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা
আমার পছন্দ দেশি ছেলে: সেমন্তী সৌমি
ওমানকে ১৭৩ রানের লক্ষ্য দিলো আরব আমিরাত
আসন্ন নির্বাচনে পুলিশকে নিরপেক্ষতার সর্বোচ্চ ডিগ্রি প্রদর্শনের আহ্বান ডিএমপি কমিশনারের
নির্বাচন বানচালের চেষ্টাকারীরা আপনার কাছাকাছি রয়েছে: প্রধান উপদেষ্টাকে ফারুক
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বাকি দুই কেন্দ্রের গণনা, সন্ধ্যায় চূড়ান্ত ফলাফল ঘোষণা
এবার ভৌতিক ছবি ‘আন্ধার’-এ আফসানা মিমি
অবশেষে শেষ হলো জাকসুর ভোট গণনা, সন্ধ্যায় ফল ঘোষণা
পুলিশের সাবেক ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম গ্রেফতার
দিশা পাটানির বাড়িতে গুলি, দায় স্বীকার গ্যাংস্টার গোল্ডি ব্রারের
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com