প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৫:০৭ PM
তাঁর জন্ম হয়েছিল আটচল্লিশ সালে।সতেরো আগস্টে।
জন্মদিন উপলক্ষে চ্যানেল আই-তে বসেছেন।
সাংবাদিক আবদুর রহমানের সঙ্গে।
দীর্ঘ কথপোকথনে বলেছেন অনেক কথা।
এটিই অভিনয় শিল্পী হিসেবে প্রথম সাক্ষাৎকার।
ঝর্ণা বসাক থেকে বিখ্যাত শিল্পী শবনম।
বাবা ননী বসাকের মেয়ে।
যিনি ছিলেন ফুটবল রেফারি।
স্বপ্ন দেখেন মেয়ে বড় হয়ে সুনাম অর্জন করবে।
বুলবুল ললিতকলা একাডেমিতে ভর্তি করানো হয়।
নৃত্য শিল্পী হিসেবে কাজ করেন শবনম।
এই দেশ তোমার আমার। রাজধানীর বুকে।
তারপরে করেছেন শবনম হয়ে
হারানো দিন ছবিতে।
বাষট্টি সালে এহতেশাম পরিচালিত চান্দা ছবিতে। বিপরীতে সেই সময়ের খ্যাতিমান নায়ক রহমান।
এরপরে নায়ক নাদিমের সঙ্গে বেশ কিছু কাজ করে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন শবনম।
পাকিস্তানে গিয়ে মাত্র সাত দিনেই শিখে নেন উর্দু।
নিগার পুরস্কার পান একাধিক বার।
দেশে ফিরে পেলেন লাক্স লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার।
কাজী হায়াৎ পরিচালিত আম্মাজান ছবিতে অভিনয় করে সুপারহিট হয়ে আবারো দর্শক পছন্দের কারণ হন।
১৫০ ছবির শিল্পী শবনম।বিয়ে করলেন সুরকার রবিন ঘোষকে।
এক পুত্রসন্তানের মা।
এই রূপ নগরের রাজকন্যা'র দীর্ঘ ও সুস্থ জীবন প্রার্থনা করি।
লেখক: সাংবাদিক, নাট্যকার, নির্মাতা ও গ্রন্থকার।