বুধবার ১৩ আগস্ট ২০২৫ ২৯ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


নিজের জন্য কোনো চাওয়া নেই, শুধু চাই দেশ সুন্দর থাকুক: অভিনেত্রী সুজাতা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৬:৪৭ PM

ষাটের দশকের সাদাকালো পর্দার রাজকন্যা, ‘রূপবান’-খ্যাত অভিনেত্রী সুজাতা। সেই সময়ের দর্শকপ্রিয় এই নায়িকা রোমান্টিক, সামাজিক ও পোশাকি-সব ধরনের সিনেমাতেই সমান সাফল্য পেয়েছেন। আজ ১০ আগস্ট, বাংলা সিনেমার এই সোনালি যুগের নায়িকার জন্মদিন। দীর্ঘ অভিনয় জীবনের আলো-ঝলমলে পথ পেরিয়ে এখন তাঁর একমাত্র প্রার্থনা-দেশ ও দেশের মানুষের মঙ্গল।

জন্মদিনের দিনটি ঘিরে কথা বলতে গিয়ে সুজাতা বলেন, `দেশটাকে সুন্দর দেখতে চাই। দেশের মানুষগুলোকে ভালো দেখতে চাই। দেশ ও মানুষ ভালো থাকলেই আমি খুশি।'

নিজের জন্য কোনো চাওয়া আছে কি না-এমন প্রশ্নে এই বর্ষীয়ান অভিনেত্রী বলেন, ‘এই বয়সে যতটুকু থাকা যায় ততটুকুই আছি। শরীরে সমস্যা তো আছেই। তবে, আমার নিজের জন্য কোনো চাওয়া নেই। সব চাওয়া দেশের জন্য। দেশ সুন্দর থাকুক।’

বাংলা চলচ্চিত্রে সুজাতার যাত্রা শুরু হয়েছিল রূপকথার আঙ্গিকে নির্মিত ব্যবসাসফল ছবি ‘রূপবান’ দিয়ে। এরপর একে একে দর্শকদের উপহার দিয়েছেন বহু স্মরণীয় ছবি-‘ছুটির ঘণ্টা’, ‘অশ্রু দিয়ে লেখা’, ‘অবুঝ মন’, ‘আয়না ও অবশিষ্ট’, ‘আলোর মিছিল’, ‘এতটুকু আশা’, ‘গাজী কালু চম্পাবতী’, ‘অবাঞ্চিত’সহ অসংখ্য জনপ্রিয় সিনেমা।

নায়ক আজিমের সঙ্গে তাঁর পর্দার কেমিস্ট্রি যেমন সাড়া ফেলেছিল, তেমনি জীবনেও তাঁরা জুটি বেঁধেছেন। আজিমের বিপরীতে অভিনীত ‘অবাঞ্চিত’, ‘টাকার খেলা’, ‘স্বর্ণকমল’-সবকটিই দর্শকপ্রিয়তা পেয়েছে। সেই সিনেমাগুলোর গান যেমন-‘চোখ ফেরানো যায় গো মন ফেরানো যায় না’, ‘ওরে মন পাপিয়া’, ‘কে তুমি কথা কও বন্ধু আমার’-এখনো মানুষের মুখে মুখে ফেরে।

নায়ক রাজ্জাকের বিপরীতেও সুজাতা ছিলেন সমান সফল। ‘অশ্রু দিয়ে লেখা’, ‘প্রতিনিধি’, ‘এতটুকু আশা’, ‘অবুঝ মন’-এসব ছবির কালজয়ী গান যেমন ‘অশ্রু দিয়ে লেখা এ গান যেন ভুলে যেও না’, ‘তুমি বড় ভাগ্যবতী’, ‘শুধু একবার বলে যাও আমি যে তোমার কত প্রিয়’-আজও শ্রোতাদের হৃদয়ে রয়ে গেছে।

অভিনয়ের বাইরে ব্যক্তিত্ব ও মর্যাদায় অনন্য এই অভিনেত্রী এখনো মানুষের ভালোবাসা অনুভব করেন। তাঁর ভাষ্যে, ‘মানুষ এখনো আমাকে সম্মান করেন, ভালোবাসেন-এটাই ভালো লাগে।’ 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

তরুণদের সামরিক প্রশিক্ষণ দিয়ে গণপ্রতিরক্ষায় যুক্ত করতে হবে: নাহিদ ইসলাম
ধানের শীষে ভোট দিয়ে দেশ গড়ার সুযোগ দিন: তারেক রহমান
উপদেষ্টাদের দুর্নীতিতে সম্পৃক্ততা প্রমাণিত হলে ছাড় নেই: দুদক চেয়ারম্যান
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
নানা আয়োজনে কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

উজ্জ্বল-নয়নকে উপদেষ্টা করে অনুরাগ’র পথচলা
মিথ্যা তথ্যে ‘জিরো রিটার্ন’ দিলে ৫ বছরের জেল
গাজীপুরে ব্যারিস্টারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৩
দেশের জনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তারেক রহমান
ইনশাআল্লাহ শিগগিরই দেশের জনগণের সঙ্গে সরাসরি দেখা হবে: তারেক রহমান
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com