বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫ ৩০ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


বৃষ্টি ও রাস্তার খানাখন্দে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৪:৫৬ PM

অবিরাম বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অসংখ্য খানাখন্দ তৈরি হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল থেকে মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। 

সাইনবোর্ড থেকে মোগড়াপাড়া পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে গাড়িগুলো ধীরগতিতে চলছে। কোথাও আবার সম্পূর্ণ থেমে আছে। বৃষ্টির পানিতে খানাখন্দ ভরে যাওয়ায় গাড়ি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বড় বড় গর্তে আটকে একাধিক ট্রাক ও বাস বিকলও হয়েছে।

অন্যদিকে, ঢাকা-সিলেট মহাসড়কের নির্মাণকাজের কারণে বিকল্প রাস্তাগুলোতে চাপ পড়েছে। মদনপুরে এশিয়ান হাইওয়ের নাজুক অবস্থার কারণে স্বাভাবিক যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। যা শেষ পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজটকে আরও বড় করে তুলছে।

চট্টগ্রাম থেকে ঢাকার পথে থাকা বাসযাত্রী কিশোর হোসেন বলেন, সাধারণত ঢাকা থেকে চট্টগ্রাম যেতে ৫ ঘণ্টা লাগে। কিন্তু আজ আট ঘণ্টা ধরে রাস্তায় বসে আছি। খানাখন্দ ও যানজটের কারণে ভোগান্তির শেষ নেই।

এদিকে মহাসড়ক ঘেঁষা ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন। স্থানীয় ব্যবসায়ী আব্দুল মালেক জানান, যানজটের কারণে গ্রাহক আসতে পারছে না। পণ্য পরিবহনেও সমস্যা হচ্ছে। প্রতিদিনই বড় ধরনের ক্ষতির শিকার হচ্ছি। দ্রুত সড়ক সংস্কার এবং অব্যবস্থাপনা দূর করার দাবি জানিয়েছেন তিনি।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিলানী বলেন, যানজট নিরসনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

যানজটের কারণ জানতে চাইলে তিনি বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের নির্মাণকাজ এবং মদনপুর থেকে এশিয়ান হাইওয়ের রাস্তার অবস্থা খারাপ হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির অতিরিক্ত চাপ বেড়েছে। এছাড়া কয়েকদিনের টানা বৃষ্টির কারণে মহাসড়কের বিভিন্ন অংশে খানাখন্দের সৃষ্টি হয়েছে, এতে গাড়ি ধীর গতিতে চলছে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

২৪ ঘন্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ২৫২ জন
কুড়িগ্রামে আ'লীগের চিহ্নিত সন্ত্রাসী কর্তৃক বিএনপি কর্মীকে হত্যার চেষ্টা, দুটি রামদা সহ একজন আটক
স্পেন বিএনপি, যুবদলের ভালবাসায় সিক্ত হলেন এম সাখাওয়াত উল্লাহ
ভালুকায় বিদেশী মদ ও অস্ত্রসহ হত্যা মামলার আসামী গ্রেফতার
ঢাকায় ফানুস ওড়ানো নিষিদ্ধ: ডিএমপি
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

জাতিসংঘের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ড. ইউনূসের বৈঠক
যুক্তরাষ্ট্র থেকে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যায়ে কেনা হচ্ছে দুই জাহাজ
পাটপণ্যে ভারতের নিষেধাজ্ঞা রপ্তানিতে তেমন প্রভাব ফেলবে না: বাণিজ্য উপদেষ্টা
বাংলাদেশি ক্লাবে অভিষেকের অপেক্ষায় কিউবা মিচেল
মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠায় ‘মিশন’ পাঠাবে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com