বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


এবার এনবিআরের তিন সদস্য ও এক কমিশনারকে অবসরে পাঠানো হলো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ৮:১৮ PM

চট্টগ্রাম কাস্টম হাউজের কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করার পর এবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তিন সদস্য ও এক কর কমিশনারকে অবসরে পাঠিয়েছে সরকার।

বুধবার (২ জুলাই) বিকালে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনে অবসরের বিষয়টি জানানো হয়। যাদের অবসরে পাঠানো হয়েছে তারা হলেন—এনবিআর সদস্য আলমগীর হোসেন, হোসেন আহমদ ও আবদুর রউফ এবং বরিশাল কর অঞ্চলের কমিশনারের দায়িত্বে থাকা মো. শব্বির আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার ক্ষমতা বলে সরকার জনস্বার্থে তাদের অবসর প্রদান করেছে। তাদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা বিধি অনুযায়ী অবসর-সুবিধাদি পাবেন।

তবে এনবিআরের একাধিক কর্মকর্তা মনে করেন, সম্প্রতি শুল্ক-কর কর্মকর্তাদের ‘কমপ্লিট শাটডাউন’ আন্দোলনের পটভূমিতে এ অবসর আদেশ একটি শাস্তিমূলক পদক্ষেপ হতে পারে।

উল্লেখ্য, গত ২৮ ও ২৯ জুন রাজস্ব খাতে সংস্কারের দাবিতে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর ব্যানারে শুল্ক ও কর কর্মকর্তা-কর্মচারীরা দুই দিনের শাটডাউন পালন করেন। এতে চট্টগ্রাম কাস্টমসহ দেশের শুল্ক ও কর অফিসে কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

এই আন্দোলনের ধারাবাহিকতায় মঙ্গলবার (১ জুলাই) মধ্যরাতে চট্টগ্রাম কাস্টম হাউজের কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করে একটি আদেশ জারি করে আইআরডি। এতে বলা হয়, সরকারের নির্দেশনা অমান্য করে অফিস বন্ধ রেখে আমদানি-রফতানি কার্যক্রম ব্যাহত ও বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির জন্য তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

একইসঙ্গে চট্টগ্রামের কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার মো. শফি উদ্দিনকে নতুন করে চট্টগ্রাম কাস্টম হাউজের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

চট্টগ্রাম কাস্টম হাউজ দেশের সর্বোচ্চ রাজস্ব আদায়কারী দফতর। বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে এই দফতরের মাধ্যমে প্রায় ৭৫ হাজার কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে।

এদিকে দুর্নীতি দমন কমিশন (দুদক) এনবিআরের ১১ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগে পৃথক অনুসন্ধান শুরু করেছে। অভিযুক্তদের মধ্যে এনবিআরের দুজন সদস্য এবং এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার রয়েছেন।

সাম্প্রতিক এসব শাস্তিমূলক পদক্ষেপকে এনবিআরের চলমান সংকট ও কাঠামোগত সংস্কারের প্রতিক্রিয়া হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

শ্রীলঙ্কায়ার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
হত্যার উদ্দেশ্যে মুজিববাদী সন্ত্রাসীরা জঙ্গি কায়দায় হামলা করেছে: নাহিদ
কালীগঞ্জে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণে কোরআন খতম, আলোচনা ও দোয়া
ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি সংগঠনের উদ্যোগে প্রতিবন্ধী রফিকুলকে অটোরিক্সা প্রদান
২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ‘লংমার্চ টু গোপালগঞ্জ’: ইনকিলাব মঞ্চ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

প্রতিদিন বাংলাদেশ এর নবনির্বাচিত চেয়ারম্যান সিফাতুল্লাহ কে সংবর্ধনা।
নালিতাবাড়ীতে নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষ,আটক ১৮
কালীগঞ্জে নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন
নালিতাবাড়ীতে সিএনজি চালকের মরদেহ উদ্ধার
সখীপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com