মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
 
শিরোনাম:


কক্সবাজার সৈকত থেকে পিতা-পুত্রসহ ৬ মৃতদেহ উদ্ধার
মো.শাহাদত হোছাইন, কক্সবাজার
প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫, ৯:৪২ PM

ঈদুল আজহার ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণপিপাসু মানুষের ঢল নেমেছে। গত ২৪ ঘণ্টায় সৈকতের বিভিন্ন পয়েন্ট থেকে ৬টি লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে সায়মন বিচ পয়েন্টে রাজশাহী থেকে ভ্রমণে আসা শাহীনুর রহমান (৬০) ও তার ছেলে সিফাত (২০) একসঙ্গে গোসলে নামেন। একপর্যায়ে তীব্র স্রোতে ভেসে যান দুজনে। সি সেফ লাইফগার্ড সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে পথে মৃত্যু হয় বাবা-ছেলের।

সোমবার (৯ জুন) দুপুর ১টার দিকে সৈকতের নাজিরারটেক থেকে একটি ভাসমান লাশ উদ্ধার করেন স্থানীয়রা। এর আগে রোববার দুপুর ২টার দিকে কক্সবাজার পৌর শহরের বাহারছড়া এলাকার নুরুজ্জামান নামে এক ব্যক্তি মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। নিখোঁজের ২৩ ঘণ্টা পর তাকে উদ্ধার করা হয়। 

এদিকে চট্টগ্রাম থেকে ঈদে ঘুরতে আসা মোহাম্মদ রাজীব (২৮) রোববার বিকালে গোসল করতে গিয়ে স্রোতের টানে তলিয়ে যান। প্রায় ৭ ঘণ্টা নিখোঁজ থাকার পর রাত ১২টার দিকে সৈকতের ‘কবিতা চত্বর’ পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করা হয়। রাজীব চট্টগ্রাম শহরের দেওয়ান বাজার এলাকার বাসিন্দা ও পেশায় গ্রাফিক্স ডিজাইনার।

একইদিন সকালে ইনানী সৈকত এলাকায় একটি অজ্ঞাত একজনের লাশ ভেসে আসে। অর্ধগলিত লাশটি উদ্ধার করে পুলিশ। পরিচয় শনাক্ত না হওয়ায় লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ।

অন্যদিকে সুগন্ধা পয়েন্ট থেকে আরও একটি লাশ উদ্ধার করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালেই সুগন্ধা পয়েন্ট এলাকায় আরও একটি লাশ ভেসে থাকতে দেখা যায়। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

একইদিন দুপুর ১২টার দিকে কক্সবাজার সদরের খুরুশকুল এলাকা থেকে অর্ধগলিত অবস্থায় আরেকটি লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। এখনো পর্যন্ত লাশটির পরিচয় মেলেনি।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন জানান, ছয়টি লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিনজন পর্যটক এবং তিন স্থানীয়। স্রোতের টানে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। তবে সদরের খুরুশকুল এলাকা থেকে উদ্ধার হওয়া লাশটি কিভাবে বা কী কারণে মারা গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

ফ্রাঙ্কফুর্টে প্রবাসী বাঙালিদের মহামিলন সামনে রেখে প্রস্তুতি সভা
অভিযোগের পাহাড়: বদলি হলেন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত
শিগগিরই ইসিতে সংশোধিত আবেদন জমা দেবে এনসিপি: আখতার হোসেন
মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে গ্রেপ্তার করেছে র‌্যাব
মাঝপথে ভেন্যু বদল, ৪-১ গোলে জয় বাংলাদেশের
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কোরিয়ায় প্রবাসীদের ভোটাধিকার শীর্ষক মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রতিদিন বাংলাদেশ এর নবনির্বাচিত চেয়ারম্যান সিফাতুল্লাহ কে সংবর্ধনা।
ঝিনাইগাতীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুে,আহত-১, ঘাতক মাইক্রোবাস ও চালক আটক
নালিতাবাড়ীতে নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষ,আটক ১৮
শেরপুরে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে বহিষ্কার
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com