প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫, ৮:১৮ PM
নোয়াখালী জেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রয়াত আবু নাছের রাসেলের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার আবু সায়েম।
সোমবার (৯ জুন) দুপুরে নোয়াখালী পৌরসভার কলেজ রোড এলাকার প্রয়াত রাসেলের বাসায় যান তিনি। সেখানে রাসেলের স্ত্রী, কন্যা রাইসা, ভাই মো. রায়হানসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং বিএনপির পক্ষ থেকে পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
ব্যারিস্টার সায়েম বলেন, ‘দলের নেতা–কর্মীরাই বিএনপির প্রাণশক্তি। কোনো দুঃসময়ে তারা একা নন। তাদের পাশে দল সবসময় ছিল, আছে এবং থাকবে।‘
তিনি প্রয়াত রাসেলের কর্মময় রাজনৈতিক জীবনের কথা স্মরণ করেন এবং তার কন্যা রাইসার উজ্জ্বল ভবিষ্যতের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
ব্যারিস্টার আবু সায়েম প্রয়াত রাসেলের নোয়াখালী কলেজ রোডের বাসায় যান। সেখানে মরহুমের কন্যা রাইসা, ভাই মো. রায়হান ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলেন তিনি। এসময় তারেক রহমানের পক্ষ থেকে তাদের প্রতি সমবেদনা জানান তিনি।
এসময় তার সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৬ মে ব্রেন স্ট্রোক করলে উচ্চতর চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয় রাসেলকে। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে যান রাসেল। তার বয়স ছিলো ৪৪। রাসেলের পরিবার নোয়াখালী পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা। তার পিতা মরহুম আব্দুল মালেক (বস মালেক)।