রবিবার ১৭ আগস্ট ২০২৫ ২ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


শেরপুরে জামিননামা যাচাই করে মুক্তি, ঘুষের অভিযোগ ভিত্তিহীন!
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ৭:৪১ PM

জেলার শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মসূচিতে ককটেল হামলার মামলায় গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতা মোঃ আবু জাফর মজনুকে ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠার পর পুলিশের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ তোফাজ্জল হোসেন এ অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন।

৪ জুন (মঙ্গলবার) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে এসআই তোফাজ্জল জানান, গত ১ জুন তিনি শেরপুর উপজেলার ছোনকা বাজার এলাকা থেকে আবু জাফরকে আটক করেন। আটকের পরেই আবু জাফর উচ্চ আদালতের জামিননামা উপস্থাপন করলে পুলিশ তা যাচাই করে সঠিক বলে নিশ্চিত হয়। স্থানীয় লোকজনের উপস্থিতিতে, তার পিতার জিম্মায় তাকে মুক্তি দেওয়া হয়। এসআই তোফাজ্জল বলেন, ঘুষের বিনিময়ে মুক্তির অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। এটি আমার পেশাগত সুনাম ক্ষুণ্নের অপচেষ্টা মাত্র।

একইসঙ্গে বগুড়া জেলা পুলিশের মিডিয়া উইং এক বিজ্ঞপ্তিতে জানায়, মামলার এজাহারভুক্ত আসামি আবু জাফরকে ছোনকা বাজার থেকে আটক করা হয়েছিল। আটক হওয়ার পর উচ্চ আদালতের জামিন আদেশ যথাযথভাবে যাচাই করে সঠিক পাওয়া যায়। ফলে আইনি প্রক্রিয়া মেনেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈনুদ্দিনও এ অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, “আবু জাফর উচ্চ আদালতের আদেশে আট সপ্তাহের জামিনে রয়েছেন। তাই তাকে নতুন করে আটক করার সুযোগ নেই। অথচ বিষয়টি নিয়ে একপেশে ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে, যেখানে পুলিশের বক্তব্য উপেক্ষিত হয়েছে।” ওসি মঈনুদ্দিন সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, যেন সঠিক তথ্য যাচাই-বাছাই করে সংবাদ পরিবেশন করা হয়। পুলিশ প্রশাসন সততা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করছে বলেও উল্লেখ করেন তিনি।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

টরোন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছেন সাংবাদিক সোয়েব সিকদার
৩২ নম্বরে ফুল দিতে আসা সেই রিকশাচালক আজিজুর কারাগারে
কালিয়াকৈরে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান এবং পুরস্কার বিতরণী
ভালুকায় হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিপিএল-এ চ্যাম্পিয়ন জুনিয়ার টাইগার
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ভালুকায় মাদক বিরোধী অভিযানে নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঝিনাইগাতীতে সব ধরনের সবজির দাম বৃদ্ধি
ত্রিশালে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে কুরআনখানী ও দোয়া মাহফিল
দ্বিতীয় দিনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৩ প্রার্থী
সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com