রবিবার ১৭ আগস্ট ২০২৫ ২ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


শেরপুরে নাশকতার মামলায় মহিলা আ: লীগের দুই নেত্রী কারাগারে
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১১ মে, ২০২৫, ৭:৩৫ PM

বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা, ককটেল বিস্ফোরণ ও দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় বগুড়ার শেরপুরে মহিলা আওয়ামী লীগের দুই নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ মে) গভীর রাতে সীমাবাড়ী ইউনিয়নের দুটি পৃথক স্থান থেকে তাঁদের আটক করা হয়। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতদের একজন হলেন মোমেনা খাতুন (৫৩), তিনি সীমাবাড়ী ইউনিয়ন শাখার সাবেক সম্পাদিকা ও বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য। অপরজন মোছাঃ শিখা খাতুন (৪৭), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এবং মহিলা আওয়ামী লীগের স্থানীয় শাখার সক্রিয় সদস্য। মোমেনাকে সীমাবাড়ী বাসস্ট্যান্ড এলাকা এবং শিখা খাতুনকে ঘাসুরিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। ২০২৩ সালের ১৫ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর বাসস্ট্যান্ডের খেজুরতলা এলাকায় এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। অভিযোগ রয়েছে, সেই মিছিলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা হামলা চালিয়ে বিএনপির নেতাকর্মীদের আহত করেন, ককটেল বিস্ফোরণ ঘটান এবং দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করেন, যার ক্ষয়ক্ষতি প্রায় এক লক্ষ টাকা।

এই ঘটনার প্রায় এক বছর পর, আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষিতে ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর বিএনপির শেরপুর উপজেলা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু একটি মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য, তাঁদের পুত্র, ব্যক্তিগত সহকারীসহ মোট ১৪১ জনকে আসামি করা হয়। অভিযোগপত্রে আরও উল্লেখ আছে অজ্ঞাতনামা অনেক ব্যক্তির নাম। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মোমেনা খাতুন ও শিখা খাতুনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

টরোন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছেন সাংবাদিক সোয়েব সিকদার
৩২ নম্বরে ফুল দিতে আসা সেই রিকশাচালক আজিজুর কারাগারে
কালিয়াকৈরে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান এবং পুরস্কার বিতরণী
ভালুকায় হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিপিএল-এ চ্যাম্পিয়ন জুনিয়ার টাইগার
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ভালুকায় মাদক বিরোধী অভিযানে নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঝিনাইগাতীতে সব ধরনের সবজির দাম বৃদ্ধি
ত্রিশালে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে কুরআনখানী ও দোয়া মাহফিল
দ্বিতীয় দিনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৩ প্রার্থী
সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com