প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ১১:১৭ PM
বগুড়ার শেরপুর থেকে চুরি যাওয়া ১৩ লাখ টাকার অধিক মূল্যের ৬৭৯ বস্তা মাছের খাদ্যসহ একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে আন্তজেলা চোরচক্রের ৭ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। জানা গেছে, মামলার বাদী মোঃ সাদেকুল ইসলাম সাদেক (৪৫) ও আসামি মোঃ হাশেম আলী বাবু যৌথভাবে ঢাকা মেট্রো-ট-১৬-৬২২৬ নম্বরের একটি ট্রাক মালিকানায় নেন। হাশেম চালক এবং আবু বক্কার সিদ্দিক হেলপার হিসেবে কাজ করছিলেন। ২৯ এপ্রিল সকাল সাড়ে ৬টায় নন্দীগ্রামের কাথম কোয়ালিটি ফিড মিল থেকে ১৪ টন মাছের খাদ্য (মূল্য ১৩,৩৬,৪২০ টাকা) লোড করা হয়। পরে দুপুরে শেরপুরের ধুনট মোড় সংলগ্ন ট্রাক টার্মিনালে থেকে ট্রাকটি নিরুদ্দেশ হয়।
এ ঘটনায় শেরপুর থানায় ১ মে একটি মামলা (নং-১, জিআর নং-১২৬/২৫) রুজু হয়। তদন্তে নেমে এসআই (নিঃ) মোঃ আনোয়ার হোসেন তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গত ৩ মে হাশেম, আবু বক্কার ও মোঃ ফারুককে গ্রেফতার করেন। পরে আসামিদের তথ্য অনুযায়ী নওগাঁর জেলার আত্রাইয়ে সোনাডাঙ্গা মহিলা কলেজের পাশে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করা হয়। পরবর্তীতে ৬ মে ভোরে বগুড়া সদর থেকে বেলাল হোসেন, সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে রফিকুল ইসলাম রায়হান, রাজশাহীর চারঘাট থেকে ৫২৫ বস্তা ফিড এবং সিরাজগঞ্জের সলঙ্গা থেকে ১৫৪ বস্তা ফিড উদ্ধার করা হয়। এ সময় আরও এক আসামি মোঃ মোমিনকে গ্রেফতার করা হয়। এবিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং ধারাবাহিক অভিযানে এই সাফল্য আসে। মোট ৬৭৯ বস্তা মাছের খাদ্য উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা। মামলার তদন্ত চলমান রয়েছে।