রবিবার ১৭ আগস্ট ২০২৫ ২ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


বগুড়া শেরপুরে ১৩ লাখ টাকার মাছের খাদ্যসহ ট্রাক উদ্ধার গ্রেফতার ৭
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ১১:১৭ PM

বগুড়ার শেরপুর থেকে চুরি যাওয়া ১৩ লাখ টাকার অধিক মূল্যের ৬৭৯ বস্তা মাছের খাদ্যসহ একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে আন্তজেলা চোরচক্রের ৭ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। জানা গেছে, মামলার বাদী মোঃ সাদেকুল ইসলাম সাদেক (৪৫) ও আসামি মোঃ হাশেম আলী বাবু যৌথভাবে ঢাকা মেট্রো-ট-১৬-৬২২৬ নম্বরের একটি ট্রাক মালিকানায় নেন। হাশেম চালক এবং আবু বক্কার সিদ্দিক হেলপার হিসেবে কাজ করছিলেন। ২৯ এপ্রিল সকাল সাড়ে ৬টায় নন্দীগ্রামের কাথম কোয়ালিটি ফিড মিল থেকে ১৪ টন মাছের খাদ্য (মূল্য ১৩,৩৬,৪২০ টাকা) লোড করা হয়। পরে দুপুরে শেরপুরের ধুনট মোড় সংলগ্ন ট্রাক টার্মিনালে থেকে ট্রাকটি নিরুদ্দেশ হয়।

এ ঘটনায় শেরপুর থানায় ১ মে একটি মামলা (নং-১, জিআর নং-১২৬/২৫) রুজু হয়। তদন্তে নেমে এসআই (নিঃ) মোঃ আনোয়ার হোসেন তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গত ৩ মে হাশেম, আবু বক্কার ও মোঃ ফারুককে গ্রেফতার করেন। পরে আসামিদের তথ্য অনুযায়ী নওগাঁর জেলার আত্রাইয়ে সোনাডাঙ্গা মহিলা কলেজের পাশে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করা হয়। পরবর্তীতে ৬ মে ভোরে বগুড়া সদর থেকে বেলাল হোসেন,  সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে রফিকুল ইসলাম রায়হান, রাজশাহীর চারঘাট থেকে ৫২৫ বস্তা ফিড এবং সিরাজগঞ্জের সলঙ্গা থেকে ১৫৪ বস্তা ফিড উদ্ধার করা হয়। এ সময় আরও এক আসামি মোঃ মোমিনকে গ্রেফতার করা হয়। এবিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং ধারাবাহিক অভিযানে এই সাফল্য আসে। মোট ৬৭৯ বস্তা মাছের খাদ্য উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা। মামলার তদন্ত চলমান রয়েছে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

টরোন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছেন সাংবাদিক সোয়েব সিকদার
৩২ নম্বরে ফুল দিতে আসা সেই রিকশাচালক আজিজুর কারাগারে
কালিয়াকৈরে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান এবং পুরস্কার বিতরণী
ভালুকায় হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিপিএল-এ চ্যাম্পিয়ন জুনিয়ার টাইগার
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ভালুকায় মাদক বিরোধী অভিযানে নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঝিনাইগাতীতে সব ধরনের সবজির দাম বৃদ্ধি
ত্রিশালে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে কুরআনখানী ও দোয়া মাহফিল
দ্বিতীয় দিনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৩ প্রার্থী
সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com