রবিবার ১৭ আগস্ট ২০২৫ ২ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


বগুড়ার শেরপুরে চোর চক্রের তিন সদস্য গ্রেফতার
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৪ মে, ২০২৫, ৮:০০ PM

বগুড়ার শেরপুর থেকে চুরি যাওয়া একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। ট্রাকটিতে থাকা প্রায় ১৩ লাখ টাকার মাছের খাদ্য (ফিড) এখনও উদ্ধার করা যায়নি, তবে তা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িত চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার সুখানগাড়ী গ্রামের মৃত শাহজামাল মন্ডলের ছেলে মোঃ ফারুক (৪৫), খন্দকারটোলা গ্রামের মোঃ আব্দুস সাত্তারের ছেলে মোঃ হাশেম আলী ওরফে বাবু (৪৪) এবং বিল চাকলা গ্রামের মৃত ইদ্রিস আলী খন্দকারের ছেলে মোঃ আবু বক্কার সিদ্দিক (৪২)। পুলিশ সূত্রে জানা গেছে, ২৯ এপ্রিল ভোরে ট্রাকটি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কাথম এলাকা থেকে মেসার্স খুকুমুনি ট্রেডার্সের মাধ্যমে ১৪ টন মাছের খাদ্য লোড করে শেরপুরে আসে। চালক হাশেম আলী ও হেলপার আবু বক্কার সিদ্দিক পরিকল্পিত ভাবে ট্রাকসহ খাদ্য নিয়ে গা ঢাকা দেন। তাদের খুঁজে না পেয়ে ট্রাকের এক মালিক মোঃ সাদেকুল ইসলাম সাদেক ১ মে রাতে শেরপুর থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোঃ আনোয়ার হোসেন জানান, তথ্যপ্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে শনিবার (৩ মে) দুপুর ২টায় অভিযান চালিয়ে শেরপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে তিন আসামিকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টায় নওগাঁ জেলার আত্রাই থানাধীন সোনাডাঙ্গা মহিলা কলেজের পাশে একটি পরিত্যক্ত স্থান থেকে চুরি যাওয়া ট্রাকটি উদ্ধার করা হয়। তবে ট্রাকে থাকা মাছের খাদ্য ইতোমধ্যে অন্যত্র বিক্রি করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের রোববার আদালতে সোপর্দ করা হয়েছে। চুরিকৃত ফিড উদ্ধারের অভিযান অব্যাহত আছে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

টরোন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছেন সাংবাদিক সোয়েব সিকদার
৩২ নম্বরে ফুল দিতে আসা সেই রিকশাচালক আজিজুর কারাগারে
কালিয়াকৈরে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান এবং পুরস্কার বিতরণী
ভালুকায় হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিপিএল-এ চ্যাম্পিয়ন জুনিয়ার টাইগার
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ভালুকায় মাদক বিরোধী অভিযানে নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঝিনাইগাতীতে সব ধরনের সবজির দাম বৃদ্ধি
ত্রিশালে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে কুরআনখানী ও দোয়া মাহফিল
দ্বিতীয় দিনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৩ প্রার্থী
সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com