শনিবার ৬ সেপ্টেম্বর ২০২৫ ২২ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


বিনোদন
দর্শক খরায় ভুগছে জয়ার ‘নকশী কাঁথার জমিন’
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৬:৪২ পিএম   (ভিজিট : ১৪)
বছরের শুরুর দিকে মুক্তি পায় জয়া আহসানের সিনেমা ‘পেয়ারার সুবাস’। হলে সুবাস ছড়াতে পারেনি। বছরের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নকশী কাঁথার জমিন’ও জয়া অভিনীত। গত ২৭ ডিসেম্বর মাল্টিপ্লেক্সগুলোকে সম্বল করে আলোর মুখ দেখে মুক্তিযুদ্ধ ভিত্তিক এ ছবি। তারপরের গল্প মোটেই আশা জাগানিয়া নয়। 

খোঁজ নিয়ে জানা গেল আন্তর্জাতিক অঙ্গনে পুরস্কারজয়ী সিনেমাটি দেখতে হলে ভিড় জমাচ্ছেন না দর্শক। স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘এখন কোনো সিনেমা-ই চলছে না। শুধু বাংলা না, ইংরেজি সিনেমাগুলোও দর্শক টানতে পারছে না।’ কারণ হিসেবে সার্বিক পরিস্থিতিকে দায়ী করলেন মেজবাহ। তার কথায়, ‘‘তুফানে’র পর কোনো সিনেমা-ই ব্যবসা করতে পারেনি।’’
একই সুর যমুনা ব্লকবাস্টারের মার্কেটিং বিভাগের সহকারী ম্যানেজার মাহবুবুর রহমানের কণ্ঠে। তিনি বলেন, ‘‘ছবিটি আহামরি চলছে না। গড়পড়তা চলছে। ৫ আগস্টের পর থেকে কোনো সিনেমা-ই ভালো চলছে না। মাঝে ‘দরদ’ কয়েকদিন ভালো চলেছে।’’

লায়ন সিনেমাসেও দর্শক খরায় ভুগছে জয়ার ‘নকশী কাঁথার জমিন’। সেখানকার কাস্টমার কেয়ার থেকে আব্দুর রহমান বললেন, ‘ভালো চলছে না ছবিটি। হাতেগোনা কয়েকজন করে দর্শক আসছে। দর্শকের কথানুযায়ী সিনেমা মোটামুটি ভালো। তবে দর্শক টানতে পারছে না। কারণ দেশের সার্বিক পরিস্থিতি। কোনো সিনেমায়-ই দর্শক হচ্ছে না।’ কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন আকরাম খান। ছবিটি এর আগে ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কার পেয়েছে।
চলচ্চিত্রটির অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া। তার বোনের চরিত্রে অভিনয় করেছেন সেঁওতি, দুই ভাইয়ের চরিত্রে ইরেশ যাকের ও রওনক হাসানকে দেখা যাবে। গুরুত্বপূর্ণ দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

আবুল হোসেন মজুমদার এর মজুমদার মিউজিক স্টেশন শীঘ্রই শুভ উদ্বোধন
জাতীয় নির্বাচনকে সামনে রেখে কাজ করছে কমিশন, কুমিল্লায় মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার
কৃষি জমির মাটি কাটার অপরাধে কালীগঞ্জে ভ্রাম্যমানের আদালতের মাধ্যমে জরিমানা
নতুন বছর উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
কমিউনিটিতে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে বড় পরিকল্পনা ইউনিক মার্কেটের
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

শেরপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-৬
রুবেল আজিজ আবারও বনানী ক্লাবের সভাপতি
কালীগঞ্জে অনলাইন ক্যাসিনোতে ধ্বংস হচ্ছে যুব সমাজ
রূপগঞ্জে কৃষি জমিতে বালু ভরাট বন্ধের দাবিতে মানববন্ধন বিক্ষোভ
নালিতাবাড়ীতে অবৈধ বালুমহাল: ভ্রাম্যমান আদালতের জরিমানা ও কারাদণ্ড
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com