| শিরোনাম: |
বলিউডের অন্যতম আলোচিত তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আদভানি। এই দুই তারকার সংসার নিয়ে নতুন গুঞ্জন শুরু হয়েছে। আর গুঞ্জনের সূচনা বড়দিনে তাদের একটি ছবি কেন্দ্র করে। ছবি দেখে নেটিজেনদের অনেকেই বলছেন তাদের ঘরে নতুন অতিথি আসতে যাচ্ছে। ছবিটি এরই মধ্যে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, পোলকা ডট পোশাকে বড়দিনে একটি ছবি পোস্ট করেই কিয়ারা- সিদ্ধার্থ। ছবিতে দেখা যায় পোলকা ডটের একটি পোশাক পরে আছেন কিয়ারা। স্বামীর সঙ্গে হাসিমুখে দেখা যাচ্ছে তাকে। ছবিটি এমনভাবে তোলা যাতে মনে বেবি বাম্প আড়াল করেছেন অভিনেত্রী। এ পোশাকে কিয়ারার খানিকটা ‘বেবি বাম্প’ বোঝা যাচ্ছে বলে মন্তব্য করেছেন নেটিজেনদের অনেকে। আর এ থেকেই শুরু হয় কিয়ারা-সিদ্ধার্থের প্রথম সন্তানের।