সোমবার ১ সেপ্টেম্বর ২০২৫ ১৭ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


অর্থনীতি
ডিসেম্বরের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ডলার
প্রকাশ: রোববার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৬:২৪ পিএম   (ভিজিট : ২৫)
চলতি ডিসেম্বর মাসের প্রথম ২৮ দিনে দেশে মোট ২৪২ কোটি ৫ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। অর্থাৎ, প্রতিদিন গড়ে ৮ কোটি ৬৪ লাখ ডলার দেশে রেমিট্যান্স হিসেবে পৌঁছেছে। রোববার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরের প্রথম ২৮ দিনে দেশে প্রবাসীরা মোট ২৪২ কোটি ৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত নভেম্বরে এই সময়ে রেমিট্যান্স এসেছিল ২০৫ কোটি ২৪ লাখ ডলার এবং অক্টোবর মাসে এসেছিল ২১৬ কোটি ৪৪ লাখ ডলার। অর্থাৎ, অক্টোবর ও নভেম্বরের তুলনায় ডিসেম্বরের প্রথম ৪ সপ্তাহে রেমিট্যান্সের পরিমাণ বেড়েছে।

২০২০ সালের জুলাই মাসে প্রবাসীরা সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছিলেন—২৫৯ কোটি ৮২ লাখ ডলার, যা বিগত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ। ডিসেম্বরের প্রথম ৪ সপ্তাহে দেশের বিভিন্ন ব্যাংকগুলো থেকে রেমিট্যান্স এসেছে বিভিন্নভাবে। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলো থেকে এসেছে ৬৮ কোটি ৯৫ লাখ ৮০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলো থেকে এসেছে ৯ কোটি ২৬ লাখ ৯০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলো থেকে এসেছে ১৬৩ কোটি ১৩ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলো থেকে এসেছে ৬৯ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।

বিস্তারিতভাবে জানানো হয়েছে, ২২ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ৪১ কোটি ৩৩ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের সপ্তাহের তুলনায় কিছুটা কম। তবে ১৫ থেকে ২১ ডিসেম্বরের মধ্যে এসেছিল ৬২ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ডলার, আর ৮ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে এসেছিল ৭৬ কোটি ৪৯ লাখ ১০ হাজার ডলার। ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রবাসীরা ৬১ কোটি ৬৪ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন।

গত জুন মাসে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে কিছুটা কমে দাঁড়িয়েছিল ১৯১ কোটি ডলার, যা গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন ছিল। তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হলে আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে, যা চলতি অর্থবছরের সর্বোচ্চ রেমিট্যান্স ছিল। অক্টোবরে এসেছিল ২৩৯ কোটি ৫০ লাখ ৮০ হাজার ডলার এবং নভেম্বরে ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

আবুল হোসেন মজুমদার এর মজুমদার মিউজিক স্টেশন শীঘ্রই শুভ উদ্বোধন
জাতীয় নির্বাচনকে সামনে রেখে কাজ করছে কমিশন, কুমিল্লায় মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার
কৃষি জমির মাটি কাটার অপরাধে কালীগঞ্জে ভ্রাম্যমানের আদালতের মাধ্যমে জরিমানা
নতুন বছর উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
কমিউনিটিতে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে বড় পরিকল্পনা ইউনিক মার্কেটের
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

শেরপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-৬
রুবেল আজিজ আবারও বনানী ক্লাবের সভাপতি
কালীগঞ্জে অনলাইন ক্যাসিনোতে ধ্বংস হচ্ছে যুব সমাজ
রূপগঞ্জে কৃষি জমিতে বালু ভরাট বন্ধের দাবিতে মানববন্ধন বিক্ষোভ
নালিতাবাড়ীতে অবৈধ বালুমহাল: ভ্রাম্যমান আদালতের জরিমানা ও কারাদণ্ড
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com