রবিবার ৩১ আগস্ট ২০২৫ ১৬ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


খেলাধুলা
৩৮ রানে শ্রীলঙ্কার ৮ উইকেট তুলে নিয়ে দুর্দান্ত জয় নিউজিল্যান্ডের
প্রকাশ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ৬:৪৫ পিএম   (ভিজিট : ২৬)
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল শ্রীলঙ্কা। যেখানে নাটকীয়তায় ভরপুর এক ম্যাচ উপহার দিয়েছে দুই দল। জয়ের খুব কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে লঙ্কানদের। শেষ ৩৮ রানে ৮ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের কাছে ৮ রানে হেরেছে শ্রীলঙ্কা।

শনিবার (২৮ ডিসেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ে আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাকে ১৭২ রানের লক্ষ্য দেয় কিউইরা। জবাব দিতে নেমে ওপেনিং জুটিতে ১২১ রান তোলে লঙ্কানরা। কিন্তু পরের ৮ রানে ৮ উইকেট হারিয়ে ১৬৪ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন দুই লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। প্রথম ১০ ওভারে তারা তোলেন ৯৬ রান। তাদের ম্যারাথন জুটি থামে দলীয় ১২১ রানে। ৩৬ বলে ৬ চার ও এক ছক্কায় ৪৬ রানে আউট হয়ে বিপদের শুরুটা করেন মেন্ডিস। কোনো রান যোগ না হতেই পরপর বিদায় নেন কুশল পেরেরা ও কামিন্দু মেন্ডিস। এরপর ৬০ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৯০ রান করে নিশাঙ্কা আউট হলে উইকেট মিছিল শুরু করে বাকিরা। এতে শেষ ৩৮ রানে ৮ উইকেট হারায় লঙ্কানরা। এতে ৮ রানের জয় পায় নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন জ্যাকব ডাফি। এ ছাড়া ম্যাট হেনরি ও জাকারি ফকস ২টি করে উইকেট নেন। এর আগে শুরুতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি কিউইরা। মাত্র ১১ রান করে ফেরেন টিম রবিনসন এরপর একে একে হতাশা নিয়ে ফিরেছেন রাচিন রবিন্দ্র (৮), মার্ক চ্যাপম্যান (১৫), গ্লেন ফিলিপস (৮) ও মিচেল হেই–রা (০)। দলীয় ৬৫ রানেই ৫ উইকেট হারিয়ে ছোট পুঁজিতে থেমে যাওয়ার শঙ্কায় পড়ে নিউজিল্যান্ড। এরপরই রেকর্ডগড়া জুটি বাধেন ড্যারিল মিচেল ও মাইকেল ব্রেসওয়েল। এই দুজন কিউইদের হয়ে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ ১০৫ রানের জুটি গড়েন। মিচেল ৪২ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৬২ এবং ব্রেসওয়েল ৩৩ বলে ৪টি করে চার-ছক্কায় ৫৯ রান করেন। এই জুটিই নির্ধারিত ওভারে ১৭২ রানের লড়াকু পুঁজি পায় নিউজিল্যান্ড।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

আবুল হোসেন মজুমদার এর মজুমদার মিউজিক স্টেশন শীঘ্রই শুভ উদ্বোধন
জাতীয় নির্বাচনকে সামনে রেখে কাজ করছে কমিশন, কুমিল্লায় মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার
কৃষি জমির মাটি কাটার অপরাধে কালীগঞ্জে ভ্রাম্যমানের আদালতের মাধ্যমে জরিমানা
নতুন বছর উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
কমিউনিটিতে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে বড় পরিকল্পনা ইউনিক মার্কেটের
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

শেরপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-৬
রুবেল আজিজ আবারও বনানী ক্লাবের সভাপতি
কালীগঞ্জে অনলাইন ক্যাসিনোতে ধ্বংস হচ্ছে যুব সমাজ
রূপগঞ্জে কৃষি জমিতে বালু ভরাট বন্ধের দাবিতে মানববন্ধন বিক্ষোভ
নালিতাবাড়ীতে অবৈধ বালুমহাল: ভ্রাম্যমান আদালতের জরিমানা ও কারাদণ্ড
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com