রবিবার ৩১ আগস্ট ২০২৫ ১৬ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


খেলাধুলা
চতুর্থবার বাবা হচ্ছেন নেইমার, আড়ালে তৃতীয় সন্তানের মা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৫:৪৫ পিএম   (ভিজিট : ৪১)
ইনজুরি কাটিয়ে মাঠে ফেরা জন্য লড়াই করছেন নেইমার জুনিয়র। এর মাঝেই সুখবর দিয়েছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। চতুর্থ সন্তানের বাবা হচ্ছেন তিনি।

বুধবার (২৫ ডিসেম্বর) ধর্মীয় উৎসবের (বড়দিন) দিনে জমকালো এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন নেইমার ও বান্ধবী ব্রুনা বিয়ানকার্দির। ২০২২ সালে প্রথমবার প্রকাশ্যে আসে নেইমার ও ব্রুনার সম্পর্কের বিষয়টি। এর পরের বছর অক্টোবরে তাদের ঘরে আসে প্রথম কন্যাসন্তান মাভি। তার আগেই আগস্টে নেইমার-ব্রুনার মাঝে বিচ্ছেদের খবর আসে। মূলত, আরেক ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার ফার্নান্দা কাম্পোসের সঙ্গে নেইমারের কথোপকথনের বিষয়টি জেনে যাওয়ায় বিচ্ছেদের ঘোষণা দেন ব্রুনা।

তবে মাভির কল্যাণে বিচ্ছেদের পরও দুজন কাছাকাছিই থাকেন। ফলে তাদের ভাঙা সম্পর্ক ফের জোড়া লাগে। এবার তারা আরও একটি সন্তানের প্রত্যাশায়। বড়দিনের অনুষ্ঠান ছাড়াও সেই সুখবর নিজেদের ইনস্টাগ্রাম একাউন্টেও জানিয়েছেন এই তারকা যুগল। নেইমারকে ট্যাগ করে চতুর্থ সন্তানের ঘোষণায় ব্রুনা জানিয়েছেন, আমরা দারুণ এক সময় যাপন করছি। আমরা অসাধারণ এক খবর না জানিয়ে পারছি না যে, তিনি (সৃষ্টিকর্তা) আমাদের অনুরোধ শুনেছেন এবং পরিকল্পনা পূরণ করেছেন। স্বাগতম কন্যা! তুমি সুখ ও সুস্বাস্থ্য নিয়ে আসো। আমরা আমাদের পরিবারকে আরও পূর্ণতা দেওয়ার অপেক্ষায় আছি। সৃষ্টিকর্তা সমস্ত খারাপ দৃষ্টি থেকে আমাদের রক্ষা করুন।

এরই মাঝে আলোচনায় এসেছে নেইমারের তৃতীয় সন্তান ‘হেলেনা’র কথা। যার মা আমান্দা কিম্বারলি অনেকটা আড়ালেই রয়েছেন। এমনকি এই নারীর সঙ্গে নেইমারের সম্পর্কের বিষয়টিও সেভাবে খবরে আসেনি। এই বিষয়ে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, কিম্বারলি নেইমারের বোন রাফায়েলা সান্তোসের বান্ধবী। তাদের যুগল জীবনে আসে ‘হেলেনা’ নামে আরেক কন্যাসন্তান। যার বয়স বর্তমানে ৫ মাস। মাসখানেক আগে সাওপাওলোতে সেই সন্তানের জন্মের বিষয়টিও সামনে আনেন নেইমার। এর আগে থেকেই ডেভিড লুকা নামে ১২ বছর বয়সী ছেলে রয়েছে নেইমারের। তার মা ক্যারল ডান্তাস নেইমারের কৈশোরের বান্ধবী। তবে লুকার জন্মের পর দুজনের সম্পর্কে দূরত্ব তৈরি হয়। যদিও লুকার কল্যাণে আবার একত্রিতও হতে দেখা যায় নেইমার-ডান্তাসকে। পরে অবশ্য ব্রাজিলিয়ান এই কনটেন্ট ক্রিয়েটর আরেকটি সম্পর্কে জড়ান। যাদের সঙ্গে নেইমারের বড় সন্তান লুকা বার্সেলোনায় থাকে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

আবুল হোসেন মজুমদার এর মজুমদার মিউজিক স্টেশন শীঘ্রই শুভ উদ্বোধন
জাতীয় নির্বাচনকে সামনে রেখে কাজ করছে কমিশন, কুমিল্লায় মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার
কৃষি জমির মাটি কাটার অপরাধে কালীগঞ্জে ভ্রাম্যমানের আদালতের মাধ্যমে জরিমানা
নতুন বছর উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
কমিউনিটিতে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে বড় পরিকল্পনা ইউনিক মার্কেটের
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

শেরপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-৬
রুবেল আজিজ আবারও বনানী ক্লাবের সভাপতি
কালীগঞ্জে অনলাইন ক্যাসিনোতে ধ্বংস হচ্ছে যুব সমাজ
রূপগঞ্জে কৃষি জমিতে বালু ভরাট বন্ধের দাবিতে মানববন্ধন বিক্ষোভ
নালিতাবাড়ীতে অবৈধ বালুমহাল: ভ্রাম্যমান আদালতের জরিমানা ও কারাদণ্ড
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com