প্রকাশ: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৪৭ পিএম (ভিজিট : ১৬৪)
কয়েকদিন আগেই ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির নো মেকআপ লুকের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি ভাইরাল হতেই কটাক্ষের শিকার হতে থাকেন অভিনেত্রী। সোশ্যালে নেটিজেনদের একাংশ তার গায়ের রং নিয়েও সমালোচনা করতে থাকে। বর্ণবাদী আচরণের শিকার হতে হয় অভিনেত্রী মাহিকে।
এ ব্যাপারে শুরু থেকে চুপ থাকলেও সমালোচনাকারীদের কড়া জবাব দিয়েছেন অভিনেত্রী মাহি। কিন্তু তাতেও ট্রল করা থেকে থেমে থাকেননি নেটিজেনরা। কিন্তু এতসব ঘটে গেলেও শুরু থেকেই চুপ ছিলেন ভিডিও প্রকাশকারী ব্যক্তি।
সম্প্রতি গণমাধ্যমকে সামিরা খান মাহি জানান, অভিনেত্রী রিমু রোজা খন্দকার শুটিং সেটে তার ভিডিওটি ধারণ করেছিলেন। যা পরে রিল হিসেবে সোশ্যালে প্রকাশ করেন। সেখান থেকেই ভাইরাল হয় নো মেকআপ লুকের ভিডিওটি। এবার এ ঘটনায় দুঃখপ্রকাশ করে অভিনেত্রী রিমু রোজা খন্দকার বললেন, একটি রিলকে কেন্দ্র করে অনেক ধরনের ট্রল ও নিউজ হয়েছে। আমরা কি মজা করে কোনো কিছু করতে পারব না? সব কিছুকেই আপনাদের ট্রল করতে হবে? সামিরা খান মাহি আমার বোন, এই কাজটি আমি ইচ্ছাকৃতভাবে করিনি।
রিমু রোজা বলেন, যখন ভিডিওটি করি তখন তুই (সামিরা খান মাহি) আমার সামনে ছিলি, তুই তখন বোনের বাচ্চাকে নিয়ে গাড়ি থেকে নেমেছিল―ভারতীয় নায়িকারা গাড়ি থেকে যেভাবে গাড়ি থেকে নামে। আমার কাছে ঠিক তেমনই মনে হচ্ছিল। আসলে আমি কাজটি মজা করে করেছিলাম। কিন্তু এ নিয়ে যে এত ট্রল বা নোংরামি হবে, সেটা বুঝতে পারিনি। আমি দুঃখিত বোন, সরি। এ অভিনেত্রী আরও বলেন, এখন থেকে যদি আমি কোনো রিল করি তাহলে নিজের রিল করব বা সহশিল্পীদের সঙ্গে কোনো কনটেন্ট করলে তাদের ইচ্ছাতে করব। আমরা একটা মজা করে রিল করছি, সেজন্য একজন মানুষকে কষ্ট দিয়ে নানা কথা লিখবেন, বলবেন, কেমন কথা। আপনারা যা যা লিখছেন, বলছেন, আপনাদের কি ভাই-বোন নাই? মাথায় আছে, আপনারা কী বলছেন? এটা খুবই বাজে একটা কাজ।