প্রকাশ: রবিবার, ১১ জুন, ২০২৩, ১:০৪ PM

পবিত্র হজে পালনে অংশ নিতে পায়ে হেঁটে ভারত থেকে সৌদি আরবের মক্কায় পৌঁছেছেন ভারতীয় শিহাব নামে এক যুবক। এভাবে সৌদি আরবের মক্কায় পৌঁছাতে তার এক বছরেরও বেশি সময় লেগেছে। এই দীর্ঘ সফরে জন্য সাড়ে আট হাজারের বেশি পথ পাড়ি দিয়েছেন ভারতীয় যুবক শিহাব।
তথ্যে জানা যায়, ভারতের কেরালা রাজ্যের যুবক শিহাব ছোটু তার হজ যাত্রায় ৩৭০ দিনে মোট ৮ হাজার ৬৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন।বিশ্বের বেশ কয়েকটি দেশ পাকিস্তানসহ চার দেশ পেরিয়ে পৌঁছেছেন সৌদি আরবের পবিত্র মক্কায়।
তথ্য সূত্রে আরও জানা যায়, ভারতের দক্ষিণের রাজ্য কেরালার মালাপ্পুরম জেলার ভ্যালানচেরির বাসিন্দা শিহাব গত বছরের ২ জুন পবিত্র হজ যাত্রার জন্য মক্কার উদ্দেশ্য রওনা হন। এক বছর পর চলতি জুন মাসের শুরুর দিকে সেখানে পৌঁছান তিনি। পবিত্র এই হজযাত্রার জন্য পায়ে হেঁটে প্রায় ৮ হাজার ৬৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন তিনি। সেখানে পৌঁছাতে ৩৭০ দিন সময় লাগে ।

দীর্ঘ এই যাত্রায় পায়ে হেঁটে মক্কা যেতে শিহাব প্রথমে উত্তর ভারত হয়ে পাকিস্তান পৌঁছান। সেখান থেকে ইরান যান। এরপর ইরানের রাজধানী তেহরান হয়ে ইরাকে পৌঁছান।এরপর ইরাক থেকেই কুয়েতে প্রবেশ করেন।চলতি বছরের মে মাসের দ্বিতীয় সপ্তাহে কুয়েত ও সৌদি আরবের সীমান্তে আসতে সক্ষম হন । সৌদি আরবে প্রবেশের পর প্রথমে পবিত্র মদিনায় চলে যান শিহাব। সেখানে তিনি ২১ দিন থাকার পর পবিত্র মক্কার দিকে রওনা হন। উল্লেখ্য পবিত্র মদিনা ও মক্কার মধ্যে দূরত্ব প্রায় ৪৪০ কিলোমিটার।আর এই দূরত্ব অতিক্রম করতে তার ৯ দিন সময় লাগে।