প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৭:৩৬ পিএম (ভিজিট : ২৯৪)
কক্সবাজারের উখিয়ায় বনবিভাগের রেঞ্জের হরিণমারা এলাকায় অভিযান চালিয়ে মাটিভর্তি ডাম্পার গাড়ি আটক
করা হয়েছে। জব্দ গাড়িটি উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুতুরবিল গ্রামের শামশুল আলমের ছেলে চিহ্নিত ভুমিদস্যু সালাহ উদ্দিনের।
শনিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিভর্তি ডাম্পার গাড়িটি আটক করা হয়েছে।
সূত্রে জানা গেছে, উখিয়া রেঞ্জের কর্মকর্তা গাজী মুঃ শফিউল আলমের নেতৃত্বে দোছড়ি বনবিট কর্মকর্তা রাকিব হোসাইন রাজু, উখিয়া সদর বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান ও একদল বনকর্মীরা শনিবার সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রেঞ্জের হরিণমারা এলাকায় অভিযান চালিয়ে মাটিভর্তি একটি ডাম্পার গাড়ি আটক করতে সক্ষম হয়েছে। জব্দ গাড়িটি উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুতুরবিল গ্রামের শামশুল আলমের ছেলে চিহ্নিত ভুমিদস্যু সালাহ উদ্দিনের বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে সে সরকারি বনভুমির পাহাড় কেটে মাটি পাচার করে বন ও পরিবেশ ধ্বংস করে আসছে। বন কর্মকর্তাদের কবল থেকে এইবারে তার শেষ রক্ষা হলো না। এ ব্যাপারে উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা গাজী মুঃ শফিউল আলম বলেন, পাহাড় কাটার সাথে জড়িতদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না এবং আটককৃত গাড়ি ও পাহাড় কাটার সাথে জড়িতর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হবে বলে জানান তিনি।