| শিরোনাম: |
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের কংস সেতুর উত্তরপাশের সড়ক থেকে বৃহস্পতিবার সকালে ২২বোতল ভারতীয় মদসহ মো.আলী (৪২) ও ঝিলিক মিয়া (৩২)নামের দুইজন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ওই দুইজন মাদকব্যবসায়ীর বাড়ি উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের জারারকোনা গ্রামে। ধর্মপাশা থানার এসআই ( উপপরিদর্শক) আবদুস সবুর বলেন, উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের জারারকোনা গ্রামের বাসিন্দা মাদকব্যবসায়ী মো, আলী ও ঝিলিক মিয়া বৃহস্পতিবার সকাল সাতটার দিকে একটি প্লাস্টিকের বস্তার ভেতরে করে ভারতীয় মদ নিয়ে মোটর সাইকেল যোগে পাশের নেত্রকোনার মোহনগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। খবর পেয়ে ওইদিন সকাল সাড়ে সাতটার দিকে ধর্মপাশা কংস সেতুর উত্তরপাশের সড়ক থেকে ২২ বোতল ভারতীয় মদসহ ওই দুজনকে গ্রেপ্তার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় ওই দুইজন মাদকব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। ওইদিন দুপুরে তাঁদেরকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।