প্রকাশ: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩, ৫:৫৩ PM
পাঁচ বছর আগে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির ১১ নেতাকর্মীকে আড়াই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (৩ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনেরর আদালত এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বিএনপি নেতা আতাউর রহমান, হেলাল ডালি, লালন বেপারি, বাবুল শেখ, মফিজুর রহমান, কাজী হজরত আলী, জাকির হোসেন বেপারি, জাকির হোসেন বাগমার, এরশাদ আলী খান, মইজুল ইসলাম দর্জি, আলী মিয়া। জানা যায়, ভাঙচুর, পুলিশের কাজে বাধা ও ইট পাটকেল নিক্ষেপের অভিযোগে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ভাটারা থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।