প্রকাশ: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ৭:০৩ PM
মেধাবী, কর্মঠ, দক্ষ এবং সাংগঠনিক যোগ্যতার যে যে গুন্ থাকা প্রয়োজন,তার সব কিছুই শফিক খানের মধ্যে বিদ্যমান |তিনি প্রবাসে মাদারীপুরে মাদারীপুরের মুখ উজ্জ্বল করেছেন। একজন মানবিক মানুষ হিসাবেও তিনি ব্যাপক সুপরিচিত নাম। প্রবাসী হয়েও তিনি মাধবপুরবাসীর কল্যানে এবং প্রবাসীদের কল্যানে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আমরা তার সমৃদ্ধি ও সফলতা কামনা করি। সম্প্রতি দেশে ফিরলে মাদারীপুরের এ কৃতি সন্তানকে۔۔ মাদারীপুর জেলা চেম্বারস অফ কমার্স কর্তৃক সংবর্ধনা প্রদানকালে বক্তারা এমন মন্তব্য করেন। মাদারীপুর জেলা চেম্বার অফ কমার্সের সভাপতি হাফিজুর রহমান খানের সভাপতিত্ব এ সময় উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদারীপুর বনিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন ফারুকী, মাদারীপুরের স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ চিকিৎসা চাই ও মৌসুমি দু হাজার সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ। প্রবাসী ভিআইপি ক্লাব কাতারের সমন্বয়ক মিঠু বেপারী, মাদারীপুর চেম্বার অফ কমার্সের সচিব কিশোর কুমার,
ব্যবসায়ী আকতার হাওলাদার ,কালাম হাওলাদার, স্বেচ্ছাসেবী সংগঠন তার জন্য পরিবার মাদারীপুরের প্রতিষ্ঠাতা সোহাগ হাসান ক্লাবের গ্রীস শাখার সমন্বয়ক রুবেল খান ,প্রবাসী ভিআইপি ক্লাব মাদারীপুর ইতালি শাখার সমনায়ক সৈকত আহমেদ ,প্রবাসী ভিআইপি ক্লাবের সমন্বয়ক সোহেল হাওলাদার সহ মাদারীপুর জেলা চেম্বার অফ কমার্সের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মাদারীপুরের হোটেল সার্বিক ইন্টারন্যাশনাল এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মিঠু বেপারী।
উল্লেখ্য ,শফিক খান ,মাদারীপুর জেলা ব্যবসায়ী সমিতির তথা বণিক সমিতির (প্রতিষ্ঠাতা )সভাপতি আব্দুল কাদের খানের দ্বিতীয় পুত্র, একজন প্রবাসী ব্যবসায়ী এবং মাদারীপুরের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স আব্দুল কাদের খানের ম্যানেজিং ডিরেক্টর, প্রবাসী ভিআইপি ক্লাব মাদারীপুরের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক ,অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার, স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, মাদারীপুর জেলা সমিতি বার্সেলোনার সভাপতি, বাংলাদেশ কালচার এন্ড হিউম্যান রাইটস এসোসিয়েশন বার্সেলোনা এর সাধারণ সম্পাদক শফিক খান ।