শিরোনাম: |
মালদ্বীপে সবোর্চ্চ বিজনেস অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশী আহমেদ মোত্তাকি
মো: এমরান হোসেন তালুকদার, মালদ্বীপ থেকে
|
![]() ![]() প্রধান অতিথি মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম তার বক্তব্য পুরস্কারপ্রাপ্ত ব্যবসায়ীদের প্রশংসা করে বলেন, আগামীতে আরও ভালো করবেন সেই প্রত্যাশা কামনা করি । পরে তিনি গোল্ড ১০০ গালা (GOLD 100 Gala) অ্যাওয়ার্ড প্রাপ্তিদের হাতে পুরস্কার তুলে দেন। গোল্ড ১০০ শতাধিক পুরস্কারপ্রাপ্তদের বিজয়ীদের মধ্যে একজন বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠানটি পর পর তিনবার পুরস্কৃীত হয়েছেন। মিয়াঞ্জ গ্রুপ শিক্ষা, আন্তর্জাতিক বাণিজ্য এবং কৃষি খামারে অবদান সহ সেরা অনুশীলন, অর্থনীতিতে অবদান, নিয়মিত করদাতা, ব্যবসা সম্প্রসারণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ইত্যাদির জন্য বাংলাদেশী জন্মগ্রহণকারী উদ্যোক্তা মালদ্বীপে মিয়াঞ্জ গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: আহমেদ মোত্তাকি এই পুরস্কারটি পেয়েছেন।
|